নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

গুগল স্ট্রিট ভিউয়ে যুক্ত হলো বাংলাদেশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

আহসান হাবিব

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিশেষ প্রযুক্তি স্ট্রিট ভিউয়ে যুক্ত হলো বাংলাদেশ। বিশেষ ধরনের ক্যামেরাসংবলিত এ গাড়ি দেশের বিভিন্ন স্থানের ছবি তুলবে ও গুগল ম্যাপে এর অবস্থান তুলে ধরবে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশে গুগলের এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুগলের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পলিসি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অ্যান লেভিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্যটন ও বেসামরিক বিমান চলাচল সচিব খোরশেদ আলম চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।

জানা গেছে, গাড়িটি গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছবি সংগ্রহ করবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশে জনকল্যাণে গুগল স্ট্রিট ভিউয়ে যুক্ত হলো। বাংলাদেশের নানা ধরনের প্রয়োজন মেটাতে এটা সহায়তা করবে। যে কোনো দুর্যোগের সময় অথবা অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গুগলের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পলিসি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অ্যান লেভিন বলেন, ঢাকায় স্ট্রিট ভিউ ড্রাইভিং চালু করায় স্ট্রিট ভিউয়ের ছবি বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেবে। ফলে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক আকৃষ্ট করবে। তিনি আরও বলেন, একটি উন্নত ও বিস্তারিত মানচিত্র ব্যবসা-বাণিজ্য, ভোক্তা ও বৃহত্তর অর্থনীতির নানা ধরনের বাস্তব সুবিধা এনে দিতে পারে। আগামীতে বাংলাদেশে গুগল আরও অনেক সেবা কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করে অ্যান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যে গুগল তার স্ট্রিট ভিউয়ের মতো অনলাইন মানচিত্র প্রযুক্তি নিয়ে এসেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে স্ট্রিট ভিউয়ের কার্যক্রম শুরু হয়। বিশ্বের আরও ৪০টি দেশে গুগলের এই স্ট্রিট ভিউ সেবা চালু রয়েছে। এর প্রতিটি গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানারমিক ক্যামেরা। ব্যবহারকারীকে তার নিকটবর্তী এলাকার প্যানারমিক একটি চিত্র তুলে ধরার মাধ্যমে সহজেই কোনো জায়গার দিকনির্দেশনা পেতে সাহায্য করে গুগলের এ সেবা।



তথ্যসূত্র-

Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

মামুনুর রশী২৪৩৭ বলেছেন: বাংলাদেশের সফলতায় আমরা আছি সর্বদা

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

কসমিক- ট্রাভেলার বলেছেন:

খুব ভালো সংবাদ ++++++

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

মদন বলেছেন: রাস্তার ছবি পাবে কই? রাস্তা্য় তো রিক্সা আর গাড়ী

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

বিডি আইডল বলেছেন: আপনের এই নিকটার বিরুদ্ধে আমি রিপোর্ট করেছি। বিভিন্ন পত্রিকার কপিরাইট কনটেন্ট আপনারা নিজেদের পত্রিকায় বিনা অনুমতিতে ছাপতাছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

শার্লক বলেছেন: গাড়ি তো ট্রাফিক জ্যামে আটকা পইড়া থাকব। =p~

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মাক্স বলেছেন: মদন বলেছেন: রাস্তার ছবি পাবে কই? রাস্তা্য় তো রিক্সা আর গাড়ী

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

কান্টি টুটুল বলেছেন:

দারুণ খবর,চমৎকার

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

কলাবাগান১ বলেছেন: সরকার আবার না বাগড়া দেয় যে আমাদের দেশের গোপনীয়তা পাচার হয়ে যাবে....। সরকারের আমলাদের যে অনলাইনের কন্টেট বিষয়ে জ্ঞান

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

ঘুমন্ত আমি বলেছেন: ভালো খবর ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

পথ-হারা এক পথিক বলেছেন: ওয়াউ।।সার্ভিসটার জন্য অনেক দিন ওয়েটাইতাছি। :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.