নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী প্রচারণায় হার্ভার্ড প্রফেসর নিয়ে আসছেন জয়

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৬

হার্ভার্ড ইউনিভিাসিটির এক প্রফেসরকে আগামী নির্বাচনের প্রচারণার জন্য নিয়োগ করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে দি ডেইলি স্টার এক রিপোর্টে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দলের নির্বাচনী প্রচারণা নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণকারী জয় দলের নতুন প্রচারণা কৌশল পরিকল্পনায় সহযোগিতার জন্য হার্ভার্ডের এক প্রফেসরকে নিয়ে আসবেন। তাৎক্ষণিকভাবে অবশ্য ওই হার্ভার্ড প্রফেসরের নাম জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। দলের পক্ষ থেকে আরও জানা গেছে, এক সপ্তাহ আগে ঢাকা আসার সময় জয় ওই প্রফেসরের সঙ্গে আলোচনা করেছেন। তিনি দেশে এসে এ বিষয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ আইন প্রণেতার সঙ্গে আলাচনা করে প্রচারণা জোরদারের ব্যাপারে তাদের মতামত জানতে চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ আইন প্রণেতা ডেইলি স্টারকে বলেছেন, প্রত্যেকটা নির্বাচনী এলাকা, সেখানকার ভোটারদের মনমানসিকতা এবং ধর্মীয় বিষয়সমূহ বিবেচনায় রেখে এবার প্রচারণা কৌশল নির্ধারণ করা হবে। প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে ঈদুল ফিতরের পরপরই আওয়ামী লীগ বড় ধরনের প্রচারণা শুরু করবে। এ প্রচারণার মূল ফোকাস হবে বিএনপি-হেফাজতের সরকারবিরোধী প্রচারণা এবং ধর্মীয় ইস্যু। একই সঙ্গে এতে গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের সন্ত্রাস এবং জঙ্গিবাদী তৎপরতার বিষয়েও জোর দেয়া হবে।



তথ্যসূত্র

Click This Link



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৯

পাকাচুল বলেছেন: প্রফেসর লাগতো না, যদি পদ্মা সেতুর একটা পিলার বসাতে পারতো।

২| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

ইকবাল পারভেজ বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হইলে ওর নানারে আনলেও কাম হইবো না!

৩| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১১

ইকবাল পারভেজ বলেছেন: @পাকাচুল:

সোনালী ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, ডেস্টিনি লুট, পদ্মা সেতু লুট করার পর এখন যদি হাসিনা পদ্মা সেতুর একটা পিলার বসায় আপনি তারে ভোট দিবেন??!!!!!!!!!!

৪| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৯

নষ্ট ছেলে বলেছেন: কিছু করতে পারুক না পারুক অন্তত বিনোদন ভাল দিতাছে ;)
এইটাই কম কিসে?

৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

ভিটামিন সি বলেছেন: ওই পফেষাঁড় কি বাংলায় কথা বলথে পারে, না ইংরাজিতে ঠক শো করবে? যদি না জানেন তাইলে তো হেতিরে বাংলা শিখাইতে অইবো, তানাহলে আমার মতো আম পাবলিকরে ইংরাজি শিহান লাগব। এই লেগ্গাই তো বিবিসি মনের জানালা শুরু করছে মতির আলু হলুদ কন্ঠ।
যদি ঠগ শো করে তাইলে ফুটা নৌকায় ৭০ টনি ট্রাক উঠলো বলে। বাঙগালি মাইর তো খায় নাই। বাঁশের লাঠি দিয়া যে মাইর হয় এটাকে বলে বাঙ্গালি মাইর।
বিনু ধোন রে - বি নু ধোন।

৬| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

পথহারা সৈকত বলেছেন: কিছু করতে পারুক না পারুক অন্তত বিনোদন ভাল দিতাছে ;)
এইটাই কম কিসে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.