![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুয়োরের বাচ্চারাই সভ্যতার নামে জিতে গেল
যখন অনুভব তার অনুভুতি হারিয়ে ফেলে তখন মানুষ ভীষন রকম প্রাকৃতিক হয়ে ওঠে । মানুষের মন অনেক অদ্ভুত একটা জিনিস । মন নিজেও মনকে বুঝে না । মাঝে মাঝে নিজেই নিজেকেও কোথায় যেন হারিয়ে ফেলি । পদ্মা নদীর ঢেউয়ের মত মন উঠলে ঊঠে । চেয়ে দেখি মনের ভিতর মনের বিরোধ , কোন এক অজানা কারনে অবিরত রক্ত ঝড়ে । কি যেন চায় নাকি কিছু চায় না বোঝা যায় না । মন আসলেই এক জটিল বিষয় ।
মেঘের দেশের মেয়েরা ঘুরে বেড়ায় মেঘে মেঘে । কি সুন্দর । কিন্তু শুধু দূর থেকেই দেখা যায় । কাছে যাওয়া যায়না , ধরা যায়না , ছোয়া যায় না । শুধু রাত জেগে কবিতা লেখা ।সে শুধু উড়েই বেড়ায় মেঘ থেকে মেঘে । মাঝে মাঝে ভিজিয়ে দিয়ে যায় । আমি ভাবি মেঘেরা বুঝি আমায় ভালবাসে , কিন্তু বুঝিনা দিন শেষে আমরা সবাই একা । তবুও মাঝে মাঝে একলা না থাকার অভিনয় করে যাই । আর মেঘের দেশের রাজকন্যারা দেখা দিয়ে হারিয়ে যায় ।
পৃথিবীতে সব চেয়ে কঠিন কাজ মানুষকে ভুলে থাকা । আর তা যদি হয় প্রিয় মানুষ । আপনি যত ভুলতে চাইবেন তত মনে পড়বে । ভালবাসা জিনিসটা অদ্ভুত । অনেকটা দুধ কলা দিয়ে সাপ পোষার মত । কোন এক সময় আপনাকে ছোবল মারবেই । তবে যদি ভাগ্য ভাল হয় সেটা আলাদা কথা । মাঝে মাঝে ভাবি ভাগ্য বলতে কিছু নেই , আবার মাঝে মাঝে মনে হয় ভাগ্য আছে । মাঝে মাঝে মনে হয় আমার ভাগ্য যেদিন লেখা হয়েছিল সেদিন হয়তো কালি ছিল না তার কলমে । নইলে কেন এমন হয় । আমি তার কাছে কেন প্রিয় হতে পারিনা ? হয়তো আমি ছাড়াও প্রানবন্ধুর অন্য কেউ আছে ! নিজের ঘরেও অনেক মানুষ পর । অনেক একা । অনেক অনেক অনেক একা । হাসে,কথা বলে গান গায় কিন্তু বুকের ভিতর অজানা ক্রন্দন । হাসির মাঝেই চিৎকার করে কান্না । বুক ফেটে কান্না আসে বাট কাদতে পারবেন না । ?
আপনি তাকে প্রানের মত ভালবাসেন অথবা তার চেয়ে বেশি । আর সে আপনাকে শোনায় তার ভালবাসার মানুষের কথা । আপনি মুখে হাসি ফুটিয়ে তার কথা শুনেন । বুঝতে দেন না ,কতটা যন্ত্রনার কতটা কষ্টের সেই সময়টা ।
তবে তাই হোক, তোমার ইচ্ছার জয়হোক বালিকা । আমিও যদি পারি গড়ে নেবো নতুন সুর, বেধে নেবো একতারা । একাকি হেটে যাবো বহুদুর । অপেক্ষায় থাকবো । বুকে পাথর বেধে এগিয়ে যাবো । যাকে ভালবেসে যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সে চলে যাওয়ার পর স্বপ্ন ভাঙ্গার কোন কারন নাই । তাকে ভেবেই আপনি এগিয়ে চলুন । এটা খুব কষ্টের । তবুও আর কি উপায় ।
তাইতো , যা পাখি উড়তে দিলাম তোকে , খুজে নে অন্য কোন বাসা । যেখানে সুখ পাবি আর আমার চেয়ে বেশি ভালবাসা । কেউ যদি সবুজ দুর্বা ঘাসের উপর বসে সোনালি ঘাস ফড়িং আর একঝাক পাখি উড়ে যেতে দেখে আনন্দ পায়, আমি কখনই তার নিরবতায় ব্যাঘাত ঘটিয়ে তাকে বিরক্ত করবোনা । তাই মুক্ত করে দিলাম তোমায় । ঊড়ে যাও নীল দিগন্তে মিশে যাও নীলের মাঝে । যদি তুমি সত্যিই সুখের ঠিকানা খুজে পাও সেটাতেই আমার প্রশান্তি । বার বার তোমাকে ভুলতে চেষ্টা করছি ,কিন্তু পারছিনা । মনে হয় আমার সব কিছুতেই তোমার নীরব উপস্থিতি । তোমার ভালবাসা আমার বুকে বয়ে চলা ভীরু নদী । সে নদীতে সাতরাতে সাতরাতে আমি ক্লান্ত,অবসন্ন । নদীর বুকে ডুবতেও পারছিনা । আবার তীরও খুজে পাচ্ছিনা । কেবল ঢেউয়ের সঙ্গে ভেসে চলেছি । ভালবাসা মানে মুখোশের আড়ালে মুখ ঢেকে কাদা ।
উড়ে উড়ে পাখির ডানা যখন ক্লান্ত হয়ে যায়,তখন সে তার শেষ আশ্রয়ে ফিরে যেতে চায় । তুমিও হয়তো একদিন আবার এই বুকে ফিরে আসবে । যখন তোমায় ভালবাসি বলবো , তুমি আমায় পাগল বলে ডাকবে । আবার অপেক্ষা করবো বেইলি রোডে । কথায় কথায় বিকেল হয়ে যাবে টিএসসি, রমনা,আর সোহরাওয়ার্দী উদ্যানে । হেটে হেটে পারি দিবো বহুপথ । হাত ধরে ঘুরে বেড়াবো রমনা পার্ক । ভিজবো রিকশায় চড়ে । আস্তে করে বলবো ভালবাসি তোমায় ......
©somewhere in net ltd.