নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক ফেরিওয়ালা ভাই।স্বপ্ন ফেরি করে বেড়াই । লাইফ ইজ এ গেম । এখানে জেতাটাই বড় কথা,কিভাবে জিতলেন সেটা নয় । https://www.facebook.com/Dr.Obaydullah

অনির্বান শিখা

শুয়োরের বাচ্চারাই সভ্যতার নামে জিতে গেল

অনির্বান শিখা › বিস্তারিত পোস্টঃ

যে লেখাটা লিখতে নেই

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০

একটু আগে হোটেলে খেতে গিয়ে এক বড় ভাইয়ের সাথে দেখা । জিজ্ঞেস করলাম
ঃকি অবস্থা ভাইয়া ? আপনি হোটেলে ? ভাবি বাসায় নেই ?
ঃ ভাবি আছে বাট সে অসুস্থ
ঃ কি অসুখ বলেননিতো । আমি দেখে আসতাম ।
ঃ সব অসুখে দেখতে যাওয়া যায়না ।
ঃ বলেন কি হইছে ।
জবাবে ভাইয়া বললেন ভাবির পিরিয়ড চলছে । তাই বাইরে খাচ্ছে । শুনে ভালই লাগলো । এই সময় মেয়েদের শরীর অনেক দুর্বল থাকে । তাই এক্সট্রা ঝামেলা না করাই ভাল ।ভালই লাগলো যে ভাইয়া ভাবির প্রতি কত যত্নশীল । হঠাত ভাইয়া জিজ্ঞেস করলেন
ঃতোমার বাসায় কি ১ সপ্তাহ থাকা যাবে ?
ঃ কেন ভাইয়া ?
ঃ তোমার ভাবিতো অসুস্থ । এখন সে অপবিত্র ,নোংরা । তাই বাসায় যাইতে ঘিন লাগে । আরে দেখোনা এই জন্য বাইরে খাইতেছি ।

আমি হা হয়ে গেলাম । হঠাতই যেন মস্তিস্ক বিভ্রাট ঘটলো । একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা আধুনিকমনা মানুষ , একটু আগে যার প্রতি আমার মাথা নুয়ে পড়ছিলো । কি অদ্ভুত আর জগন্য চিন্তা চেতনা। কি তার মানুষিকতা । হাউ রাবিশ । এরপর বললেন
ঃ বুঝলা ভাই , মাগীদের এসব সেক্সুয়াল কথাবার্তা যারে তারে কওয়া যায় না। জিব্বা দিয়ে পানি ঝরে, তোমারে ভাল জানি আর তুমিতো একটু ডাক্টারি লাইনে আছো , তাই তোমারে কইলাম । কাউরে কইয়োনা ।
বলতে বলতে তার চোখে কেমন যেন নেশা নেশা ভাব দেখতে পেলাম । আমি বললাম
ঃ ভাইয়া এসব যাদের হয় তারা কি মাগী ?
বললেন ঃ হ্যা , মাগীগো হইবো নাকি পোলাদের হইবো । ওয়াক থু
ঃ ভাইয়া আপনার মায়ের জন্য আমার করুনা হচ্ছে অনেক ।
ঃ কেন ?
ঃ যার সন্তান তার নিজের মাকে মাগী বলে গালি দেয় তার জন্য করুনা ছাড়া আর কি ?
(ভাইয়া হঠাত ভীষন রাইগা গেলেন )
ঃ ফালতু কথা রাখো । আমার মা আমার বেহেস্ত ।
ঃ ভাইয়া আপনার মায়ের পিরিয়ড হয়েছিলো বলেই আজ আপনার জন্ম হয়েছে । আর আপনার বউয়ের এটা হচ্ছে বলেই আপনি বাবা হতে পারবেন । মাকে সম্মান করতে শিখুন । মা শুধু মা ,এর সাথে কখনো গী যোগ করবেন না ।
আরো কিছু কথা বলার ছিল , বাট কেন যেন নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে উঠে চলে আসলাম ।
হোয়াট আ রাবিশ মেন্টালিটি । অবশ্য যে মানুষটি মায়ের জাতিকে অযথা গী শব্দ লাগায়ে উচ্চারন করতে পারে তার কাছ থেকে আর কি আশা করা যায় ।
পিরিয়ড কি এটা নিয়ে বলার কিছু নাই । সবাই জানে । তবু এতটুকু বলি , এটা হয় বলেই আজ আমি আপনি জন্ম নিয়েছি ।
গ্রামে মেয়েরা একই কাপর বার বার ধুয়ে অথবা না ধুয়ে ইউজ করে, তাদের ধারনা এটা খারাপ , এই কাপর স্বামী সন্তান দেখলে তারা মারা যাবে । রোজা রাখা নিষিদ্ধ হলেই লোকজন যেনে যাবে তাই রাখতে হয়, নামাজ পড়তে হয় ।
আমি অনেককেই চিনি যাদের গার্লফ্রেন্ডের সাথে ডিপ রিলেশন, এমনকি এটা ফিজিক্যাল পর্যন্ত , বাট তারা জানেনা মেয়েটার পিড়িওড এর ডেট কবে । মেয়েটাকে দেখা করতে বললে মিথ্যে অসুস্থতার দোহাই দেয়। বাট বলতে পারেনা কারন ছেলেটার মেন্টালিটি ঐ ভাইয়াটার মতই ।
গোপনে ফার্মেসীতে গিয়ে লোকজনের চোখ এড়িয়ে আস্তে করে প্যাড কিনে নিয়ে আসতে হয় । খুব লুকিয়ে রাখতে হয় , কেউ যেন জানতে না পারে । আমি বলছিনা এটা সবাইকে দেখিয়ে বেড়ানোর জিনিস , বাট এটা এমন কোন কৌতুহলের জিনিসও না । এটা মেয়েদের একটা স্বাভাবিক বিষয় । বাট এই সময়ে প্রচুর ব্লিডিং এর কারনে মেয়েরা অনেক দুর্বল থাকে । আর পিরিওডের সময় অস্বাভাবিক ব্যথা হয় , আর এটা প্রতি মাসেই । শুধু যাদের এটা হয় তারাই কল্পনা করতে পারে কষ্টটা । বাট এত কষ্ট সয়েও শুনতে হয় নোংরা অপবাদ ।
বেশ কিছু কথা লেখার ছিল । বাট কেন জানি নিজেকে নিয়ন্ত্রন করতে না পারায় লিখতে পারলাম না। শুধু এতটুকু বলি , ভাই মেয়েদের সম্মান করতে শিখুন । পিরিয়ড কোন খারাপ বিষয় নয় । এটা একটা মেয়ের অহংকার করার মত বিষয় । এটার কারনেই সে মাতৃত্বের স্বাদ পায় ।
একটা মেয়ে শুধু সেক্সসিম্বল নয় । ভালবাসা মায়া মমতা এসব একটা মেয়ের মধ্যে পাবেন । তাদের মানুষ ভাবতে শিখুন , মায়ের জাতি ভাবতে শিখুন । বলবেন সবাই মা বোন হলে বউ হবে কে ? ভাই , মানুষের বউ একজন হয় , বাট বোন অনেক মানুষকে ভাবা যায় । আর সবচেয়ে বড় কথা বউ শুধু সন্তান উৎপাদন আর ভাত রান্নার জন্য নয় । বউ আপনার অর্ধাংগী । তাকে বউ না ভেবে অর্ধাংগী ভাবুন । আপনার বোনের জন্য ফার্মেসীতে যেতে হবেনা , প্রেমিকার প্যাডটা আপনি কিনে আনুন । এতে অসম্মান নেই । বরং আপনি যখন খোলামনে তার জন্য এটা করতে পারবেন সে আপনাকে পৃথীবির সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করবে ।
দৃষ্টিভংগী বদলান,জীবন বদলে যাবে ।
বিঃদ্রঃ শুরুতে যে ভাইয়াটার কথা বলছিলাম , তার মত অনেকেই আছে যারা এই লেখাটির মধ্যেও যৌনতা খুজে পাবে । তাদের মায়েদের জন্য করুনা ।

মন্তব্য ১৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

রানার ব্লগ বলেছেন: কি করবেন বলুন, আমরা হয়ত সভ্য হইছি কিন্তু মানুষ হই নি।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

অনির্বান শিখা বলেছেন: আমাদের উচিত এবার সভ্য হওয়া

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২১

রুদ্র জাহেদ বলেছেন: এই মানুষগুলোর মাঝে এখনো অনেক সংকীর্ণতা বিদ্যমান।মানসিকতার-দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে এদের কাছ থেকে নূন্যতম সম্মানও প্রত্যাশা করা যায় না!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০

অনির্বান শিখা বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দৃষ্টিভংগী বদলান,জীবন বদলে যাবে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

অনির্বান শিখা বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

টোকাই রাজা বলেছেন: কি করবেন বলুন, সবার আগে যে আমাদের মানুষ হতে হবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

অনির্বান শিখা বলেছেন: জি অবশ্যই

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর এবং সচেতনতামূলক পোস্টের জন্য। আমার বুঝতে হবে, মাসির ঋতুচক্র খুব স্বাভাবিক একটি ব্যাপার।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

অনির্বান শিখা বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

মোঃ আসাদুজ্জামান মিঠু বলেছেন: সচেনতা মুলক লিখার জন্য ধন্যবাদ ভাইয়া। আর আপনার ঐ বড়ভাইকে কি বলবো বুঝতে পারছি না।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

অনির্বান শিখা বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

সপ্নচোরা বলেছেন: আমি আমার স্ত্রীর জন্য প্যাড কিনে নিয়ে আসি। আমার কখনও দ্বিধা হয়না,সংকোচ হয়না। আমার কাছে এটাকে আমার পস্রাব-পায়খানা করার মতো একটা স্বাভাবিক,প্রাকৃতিক ঘটনা মনে হয় ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

অনির্বান শিখা বলেছেন: আপনার স্ত্রী ভাগ্যবতী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.