![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে তো যেতেই হয় সবাইকেই; কে যে কখন যায়!
এ জীবন তো একপ্রকার দৈব জীবনই। এ জীবনে আমাদের অনুভূতির যত ভাষা, সেটা তো দৈব ভাষাই।
দৈনন্দিন জীবনের জৈবিকতার জন্য যে প্রাত্যহিক আয়োজন ---- আবার কখনো তাকে ছাড়িয়ে, ভীষণ একাকী মানুষ যে আয়োজনে নিজের খুব গোপন ভেতরে যা খোঁজ করে সেটা আরেক জীবন, হয়তো মন।
এক জীবনে, এক মানুষে এই যে দৈত্বতা ----- সে অনুভূতিগুলোর আবেগী প্রকাশ জন্ম দেয় এক সৌন্দর্যের সেটাই হলো ------' দৈব দৈত্বতা'।
©somewhere in net ltd.