![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো চাঁদরে ঢেকে রাখলেই সত্য আড়াল হয়ে যায় না।
গণতন্ত্রবাদী দাবী করে স্বৈরবাদী আচরণের অধিকার কোন গণতান্ত্রিক দেশে থাকতে পারে না কিংবা থাকা উচিৎ নয়।
মুক্ত সংবাদে যদি সম্পাদনের নামে মুল সত্য সরিয়ে ফেলা হয়, তবে সেটা বিশ্বাসযোগ্যতা হারায় ---- কিন্তু অনেককাল ধরেই আমাদের দেশে এটা ঘটছে। প্রকৃত সংবাদ প্রাপ্তি অনেকদিন ধরেই আমাদের সাধারণ নাগরিকের নাগালের বাইরে। এরপর, কথা বলবার যতটুকু সুযোগ ছিল ৫৭ ধারার নামে তাতেও শৃঙ্খল পড়ানো হয়। শেষতক স্যোশাল সাইট বন্ধ করে কফিনে প্রায় শেষ পেরেক ঠোকা হল। এভাবেই যদি চলবে, দেশের নামের আগের গণপ্রজাতন্ত্রী কথাটুকু বাদ দিয়ে দিলেই হয়। কিন্তু সেটা করলে তো আবার দোষ নিজের নিজেদের ঘাড়ে চলে আসে।
দুঃখজনক উপলব্ধি হলো ---- এ পর্যন্ত শাষণকারী সব রাজনৈতিক দলগুলোই আছে / ছিল আমাদের সাধারণ মানুষের জন্য বিভিষিকার প্রতিমূর্তি। স্বাধীনতার ৪৪ বৎসর পরও যদি এখনো সঠিক ইতিহাস খোঁজ করতে হয় আমাদের, তবে আর সামনে এগুবার সুযোগ কোথায়? আর কেউ কেউ দ্বন্দ্বটাও উসকে রাখতে চায় ব্যক্তিগত লাভের আশায়। খারাপ লাগে এইভেবে যে, দেশটা আমাদের হলো কিন্তু আমরা দেশের হতে পারলাম না আজও।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন অনিরুদ্ধ বলেছেন: ভাই, অত্যন্ত নগন্য সাধারণ মানুষ আমি,
পথ বের করার উপায় জানা থাকলে এইসকল দু:খ কথা বলতে হতো না।
তবুও ধন্যবাদ ভাই, আপনিও ভাবছেন তাই ভেবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
কিছু একটা পথে বের করেন।