![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ ডিসেম্বর ২০১৫, শনিবার
অর্বাচীনতা
-------------
কী আগুনে পোড়াও তুমি!
বারবার!
বরফছুরির তীক্ষ্ণ ফলায়,
কেটে যায়,
রক্তপাতহীন দগ্ধ হৃদয় ;
হয়ে নির্বাক প্রতীক ভষ্মতার,
তবুও ফিরে আসে এ হৃদয়,
তোমারই অগ্নিচিতায় পুনর্বার।
আহুতি অহৃষ্ট মন বোঝে,
তোমারই শূণ্যতায় খোঁজে --
অগ্নিশৃঙ্খলে বাঁধা তোমারই হৃদয়ের,
নিশ্চুপ হাহাকার!
অন্ধকারও তবু যায় না যে কেটে,
আলোর আঘাতে;
পৃথিবীতে আজও নেই, সেই সোনালী আগুন,
শীতার্ত শব্দেরাও খুঁজে পায়না যে ঘর,
মানুষেরা হয়ে আছে ভাষাহীন ;
যাকে আলো ভেবে কাছে যাই -
এবং, প্রকৃতই যাকে পাই
সেতো মরীচিকা হয়ে ওঠে ফুলেল প্রভাতে।
তাই আজো
একবার জেগে ওঠো, জ্বলে ওঠো ------
প্রমিথিউস,
যকৃৎ কুঁরে খাওয়া দেহ নিয়ে আগুন এনে দাও,
পৃথিবীর প'র ;
আরো একবার পরাজিত হোক দেবরাজ জিউস।
অন্ধ রাজ্যপতিরা আজও ক্রুদ্ধ, জিউসেরই মতো,
লোভী ঈগলের মতো, আজও,
খুঁড়ে দ্যাখে মানুষের যকৃতের ক্ষত ;
যতি টানে আশাহত মানুষের অদম্য আকাঙ্ক্ষায়,
তবুও তো দিন চলে যায়!
ধুলিসাৎ আশা, স্বপ্নেরা আজও,
ধুলো পথে গড়াগড়ি খায়,
মানুষেরা আজও বড় অসহায়।
স্বপ্নের জোয়াল না তুলে,
তবুও যদি তুমি আজও চেয়ে থাকো কারও প্রতীক্ষায়,
এনে দেবে তোমার অধিকার ;
তবে জেনো ---
ভস্মীভূত স্বপ্ন আর মৃত মানুষের স্তূপের উপর দাঁড়িয়ে,
আমি, তোমায় জানাই ধিক্কার।
------------ অনিরুদ্ধ
৫ ডিসেম্বর ২০১৫, শনিবার
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
সুমন অনিরুদ্ধ বলেছেন: আন্তরিক ধন্যবাদ
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
আহমাদ ইবনে আরিফ বলেছেন: চালিয়ে যান। শুভকামনা রইল
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ, আপনার প্রতিও শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
মাকড়সাঁ বলেছেন: সুন্দর হয়েছে ॥