নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন অনিরুদ্ধ

সুমন অনিরুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

অনির বচন ( আমার কবিতা)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

অনিন্দ্য অঙ্কুর
--------------

একক প্রাণ জন্ম লয়,
আবার এককত্বেই তার হয়ে যায় ক্ষয়;
এই ধরায়, কে কার?
তবুও, এই মন খোঁজে অধিকার,
তোমারই হৃদয় মৃত্তিকার।
বলেছিলাম, 'ভালোবাসি '
শোনোনি,
বোঝোনি,
খোঁজোনি।
তবুও বারবারই এসেছি,
তোমার হৃদয় মৃত্তিকার, কাছাকাছি ;
হাতে করে,
একমুঠো রোদ,
চিলতে বাতাসে, চোখ থেকে ঝরে যাওয়া,
একফোঁটা জলও ছিল,
প্রতিবার --
আর ছিল,
বুকভাঙ্গা বিশ্বাসের হাহাকার।
আজ,
এতদিন পর,
তোমারই হৃদয়ের মৃত্তিকাভেদে -
যে মহীরুহ জন্ম লয়,
সে তো আর কিছু নয় ;
বুঝি ভালোবাসা এরে কয়।
যদিও আজ নেই আর,
চলে গেছি বহুদূর,
মিশে গেছি,
আলোতে, বাতাসে ;
হয়ে গেছি একাকী ক্ষয়।
তবুও,
আজ তুমিই ফিরে এসে, বোঝালে,
"ভালোবাসা " আর "প্রেম "
কভূ এক নয়।

---------- অনিরুদ্ধ
১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

Tarek mostofaা বলেছেন: কবি মানেই রহস্যের উননে গ্রন্থিতকারি জীবনবোধের কথা
কবিতা মানেই বুদ্ধিমান আর ধ্যানি মননে আবেগের বারতা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.