![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা বিক্রয়যোগ্য নয়, কারকের হিসাবে এটা মনে হয় সম্প্রদান কারকেই হওয়া উচিৎ। কেউ যদি ভালোবাসা বিক্রি করতে চায়? মুক্তিযুদ্ধ আসলে কি শুধু একটা যুদ্ধ, না কি অধরা স্বপ্নের বাস্তবিক অনুবাদ? মাঝেমাঝে মনে হয় যারা স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছন তারা সেসময় যে মানুষের রুপে ছিলেন আজ এতদিন পর বেশীর ভাগ ক্ষেত্রে সে মানুষ নেই আর, প্রত্যাশা ভঙ্গের বেদনায় হোক আর নিজের ব্যক্তিগত উচ্চাকাংক্ষার জন্যেই হোক সে বদলে গ্যাছে অনেকাংশ। আমার যথেষ্ট সম্মানের সাথে একটা উচ্চারণ, এ সূর্য্য সন্তানেরা ক্ষয়ে গ্যাছেন, এনাদের মুক্তিযোদ্ধা বলতে আমার কুন্ঠাবোধ হয়। পাঠকগণ দয়া করে লক্ষ্য করুণ, যুদ্ধের নাম ছিল মুক্তিযুদ্ধ...... এ কেবল পাকিস্তানীদের কাছ থেকে ভূমি দখলের বিষয় ছিল না, এটা ছিল স্বপ্ন ছোঁয়ার বিষয়। প্রতিনিয়ত আত্মত্যাগী মনোভাব এ লক্ষ্য অর্জন করাতে পারে, ব্যক্তিগত পক্ষ বিপক্ষ করে কখনওই এ স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়।
একটা কথা, পরম ত্যাগও বিনিময় মূল্যে তার প্রকৃত গুরত্ব হারায়। সচেতন হওয়া মানে নিজের চাওয়া ব্যাপারে কেবল সোচ্চার হওয়া নয়, এর মানে হলো নিজের দায়িত্বের প্রতি, নিজের বিশ্বাসের প্রতি সৎ হওয়া।
সবাই ভালো থাকুন। শুভকামনা।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৩
সুমন অনিরুদ্ধ বলেছেন: Thanks a lot
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর চিন্তার জন্য অভিনন্দন। এগিয়ে চলুন।