নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন অনিরুদ্ধ

সুমন অনিরুদ্ধ › বিস্তারিত পোস্টঃ

অনির বচন

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

বিষবৃক্ষ
--------

সময়ের মতো,
তোমাকেও আমি অতিক্রম করলাম,
রাষ্ট্র,
গণ্ডিতে আবদ্ধ মানুষেরা যেন,
সদ্য তৈরি হওয়া ব্যাকটেরিয়াল কলোনি ;
আমাকে ক্ষমা করবেন রাষ্ট্রের প্রভু,
যদিও আপনাকে আমি পতিতালয়ের দ্বাররক্ষীর চেয়ে,
বড় কিছু ভাবি না।
রাষ্ট্র, কন্সেপ্টটাই আমাকে বিব্রত করে,
মনে করিয়ে দেয় এলাকাজুড়ে পুনঃ পুনঃ গড়ে ওঠা,
মসজিদ - মন্দির নামের ভিক্ষাচর্যা কেন্দ্র।
ঈশ্বর কি কখনো বলেছেন?
আমার নামে তোমরা যুদ্ধ করো, জিহাদ বা ক্রুসেড?
শ্বেত পাথরের ফ্লোরে সিজদা না করলে কবুল হবে না নামাজ?
সামর্থ্য না থাকলেও পোড়াতে হবে ধুপ চন্দন কাঠি?
দিতে হবে ভোগ?
মনে হয় বলেন নি কিন্তু শোষকেরা বলেছেন!
শোষকেরা আরো বলেছেন,
আমরা রাষ্ট্রপিতা, আমরা অঞ্চলভিত্তিক জনক জননী,
আমরা সেবাদল জোঁক ;
এবং আমরাই তোমাদের ঈশ্বর।
সুতরাং আমাদের সব অনায্য চাওয়া এবং পাওয়া,
তোমরা পবিত্র দৃষ্টিতে দ্যাখো,
চুরি - ধর্ষণ - হত্যা - গুম - বিভেদ এসব বলো না,
উদ্ধত না হয়ে তোষণ করো, পুরস্কৃত হবেই!
মেনে নাও অথবা মানিয়ে নাও,
এটাই তোমাদের ধর্ম হোক।
রাষ্ট্রের জয় হোক,
রাষ্ট্রের জয় হোক,
রাষ্ট্রের জয় হোক।
এইভাবে রাষ্ট্র পিতা নগ্ন শ্রেণি ধর্ষকামী হলেন;
আমারাও উপর্যুপরি ধর্ষিত হবার আশায় পশ্চাৎমুখী হলাম;
সফল রাষ্ট্র ঈশ্বর।

সফলতা বরঞ্চ একটা প্রিজম হতে পারে ;
সব বাতি নিভিয়ে দাও ;
অন্ধকারে ডুবে যাক শহর।
পোষ্য কুকুর গুলোও অবিশ্বস্ত আজ ;
লজ্জা রেখে আর কি কাজ!
বিবস্ত্র হও আজ নগ্ন অন্ধকারের কাছে ;
মানুষের কোনো জীবন নেই ;
মিথ্যে আলেয়াকে আলো ভেবে মানুষেরা,
খুঁজে ফেরে জীবনের পাঠ ;
সুতরাং, আবৃত করো হৃদয়,
কারণ, ওখানে আবর্জনার স্তূপ।
পৃথিবীর কোনো কবিতা নাই ;
আমি কবি হতে চাই....
আমি নিঃস্ব হয়ে যাই;
আমি পৃথিবী হতে চাই,
ইস্রাফিল তার শিঙ্গা ফোঁকেন;
পৃথিবী ধবংস হয়ে যায়,
আর রয়ে যায় পৃথিবী কবিতাহীন।
আমি প্রেমিক হতে চাই,
আমার প্রেমিকারা অবিশ্বাসী চোখ নিয়ে তাকান,
আমি মাংসাশী শ্বাপদ হয়ে যাই,
মাংসল স্তূপে শিল্প খুঁজি ;
এবং আমি নিঃস্ব হয়ে যাই।
রাষ্ট্র, জেনে নাও,
আমি তোমাকে আজ অবধি ভালোবাসতে পারি নি ;
কারণ তুমি খণ্ডক, তুমিই বিভেদ ;
মানুষে মানুষে,
ধর্মে ধর্মে,
ভালোবাসা ভালোবাসায়।
আজও অনেকের মতো আমি স্বপ্ন দেখি,
একটা একক পৃথিবীর যেখানে থাকবে,
একটি মাত্র সংবিধান, "মানবতন্ত্র "।

------------------- অনিরুদ্ধ
২১ মার্চ ২০১৬, সোমবার
ছবি কার্টেসী : ণেট /ওয়েব

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

আরিয়ান আরাফ বলেছেন: দারুণ বলেছেন । অনবদ্য ।
++++

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

সোজোন বাদিয়া বলেছেন: অনেক দামী আইডিয়া আছে, কিন্তু আগোছালো মনে হয়েছে। লিখে যান, ভাল থাকুন।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ,
আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.