নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যয়ন মনুষকে সম্পূর্ণ করে তোলে, আলাপ-আলোচনা তাকে প্রস্তুত করে এবং লেখালেখির দ্বারা হয়ে ওঠে সঠিক - ফ্রান্সিস বেকন

আনিস৫১

বিভিন্ন বিষয় জানতে, শিখতে এবং তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ভালবাসি ।

আনিস৫১ › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(২) :- অসীম বা সীমাহীনতা তত্ত্ব

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১৪

অনন্ত, অবাধ, অনির্দিষ্ট বা সীমাহীনতা তত্ত্বের প্রবক্তা অ্যানাক্সিমেন্ডার (Anaximander of Miletus)





অ্যানাক্সিমেন্ডার (আনুঃ৬১০-৫৪৬ খ্রিঃ পূঃ)



অ্যানাক্সিমেন্ডারের মতে, "বিশ্বসমূহ এবং সমস্ত কিছুর উৎপত্তি অনির্দিষ্ট, সীমাহীন বা অসীম থেকে , যার নাম তিনি দেন এপিরন(Apeiron)"



উল্লেখ্য তিনি বহুবিশ্ব রয়েছে বলে মনে করতেন,অ্যানাক্সিমেন্ডারের বেশীরভাগ লেখাই কালের গর্ভে হারিয়ে গেছে। তাঁর এপিরন (Apeiron) মতবাদ বর্ণনা ও এর যুক্তি খণ্ডন করেন অ্যারিস্টটল।অ্যারিস্টটল ও অন্যান্য লেখকদের লেখা থেকেই তাঁর সম্বদ্ধে কিছুটা জানা যায়।তবে প্রায় সবাই আপত্তি তুলেছেন এপিরন(Apeiron) ঠিক কি তা তিনি স্পষ্টকরে বলে যাননি।



রাফায়েলের “The School of Athens” থেকে



সাধারণত এপিরন বলতে বোঝায় "অনির্দিষ্ট কোনোকিছু" যা আবাধ, অনন্ত,সীমাহীন আর অসীম।

অ্যানাক্সিমেন্ডারের মতে, মহাবিশ্ব পানি (থেলিসের মতে) বা অন্য কোনো বস্তু বা সত্ত্বা থেকে তৈরি হতে পারে না। তাঁর যুক্তি,পানি শুধুমাত্র বাষ্প কিংবা ভেজা পদার্থে পাওয়া যায়, শুকনো জিনিসে তাঁর অভাব, যেমন অভাব শুকনো পদার্থে পানির।আবার যেখানে উত্তাপ সেখানে নেই শীতলতা অন্যদিকে শীতলতায় আনুপস্থিত উত্তাপ।এ ভাবে নানান বিপরীত অবস্থার অস্তিত্ব দেখা যাবে বিশ্বজুরে; যেখানে একের উপস্থিতি মানেই হলো অন্যের অনুপস্থিতি।তাই কোনো সীমাবদ্ধ বা সীমিত বস্তু থেকে মহাবিশ্বের উৎপত্তি হতে পারে না । সুতরাং মহাবিশ্বের উৎপত্তি সীমাহীন বা অসীম থেকে;তাঁর ভাষায় এপিরন থেকে।





(ভুল-ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন, এবং ভুল-ত্রুটি কেউ উল্লেখ করলে যথাসম্ভব সংশোধন করে নেব)

আরও জানতেঃ- ১)অ্যানাক্সিমেন্ডার ২)অ্যানাক্সিমেন্ডার ৩) অ্যানাক্সিমেন্ডার

প্রাচীন গ্রীক দার্শনিক



পূর্ববর্তী পোস্টঃ- বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (১) :- পানি বা জল তত্ত্ব

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

শংখনীল কারাগার বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.