নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুর র

তারাই আমার বন্ধু যারা বড় মনের মানুষ। ভয় পাই খারাপ কথাকে। ভালবাসি অসহায়কে। ঘৃনা করি নিকৃষ্ট মানুষিকতার মানুষকে।

আনিসুর র › বিস্তারিত পোস্টঃ

লংমার্চ প্রতি রোধ কারীদের দেখে হাসি পেয়েছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

নেতারা লংমার্চ প্রতিরোধ করছে। রাস্তার পাশে বশে পিছনের দিকে তাকিয়ে আছে, কখন লংমার্চকারীরা আসবে তা দেখার জন্য। চার দিকে পুলিশ বন্দুক তাক করে তাদের পাহা্রা দিচ্ছে। যখন পাশ দিয়ে লংমার্চ কারীরা জিকির করতে করতে হেটে যায় লংমার্চপ্রতিরোধকারীরা নিচের দিকে তাকিয়ে থাকে। হয়ত মনে মনে আল্লহকে ডাকে। অনুশোচনায় নিজকে ধিক্কার দেয়। যা তাদের মুখে চোখে ফুটে উঠে।

মন্তব্য ১৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

সাদামাটা মানুষ ০৭ বলেছেন: হা হা হা

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়ত মনে মনে আল্লহকে ডাকে।

ডাকুক। ডাকতে দেন।

কে জানে এর থেকেও হেদায়েত আসতে পারে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

নায়করাজ বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই।
গণজাগরণ মঞ্চ শুরু হওয়ার পর এটাকে বিতর্কিত করার জন্য মাহমুদুর রহমান তার আমার দেশ পত্রিকার মাধ্যমে ব্লগারদের নাস্তিক হিসেবে পরিচয় করিয়ে দেয়ার জন্য বেছে বেছে কয়েক জন ব্লগারের ব্যক্তিগত লেখা পত্রিকায় প্রকাশ করে। সে এটা করেছে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য।

শাহবাগে কি নাস্তিক ব্লগার ছাড়া আর কেউ যায় নি ? হিন্দু যায় নি ? খ্রিস্টান যায় নি ? বৌদ্ধ যায় নি ?

যুদ্ধাপরাধ বিচারের সঙ্গে ধর্ম বিশ্বাসের কোন সম্পর্ক আছে কি ? অবশ্যই নাই। এটাকে জোর করে সম্পর্কযুক্ত করা হচ্ছে। কারণ এটা সম্পর্কযুক্ত করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। তাই হয়েছে, সাধারণ মানুষ এখন বিভ্রান্ত।

১৯৭১ সালেও মুক্তিযোদ্ধাদের নাস্তিক এবং হিন্দুস্তানের দালাল বলত রাজাকার জামায়াতের নেতারা। তাদের এই কৌশল পুরোনো এবং কার্যকরী।

এখানে দেখেন : Click This Link

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কথা
আল্লাহর কাম কইল্লে বহুত ছওয়াব

হুজুর বনাম নাস্তিক
বন্ধ হোক মিথ্যাচার
ঘেঁটে দেখুন চোখ খুলে
নাস্তিক নয় ব্লগার

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

0গাংচিল বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়ত মনে মনে আল্লহকে ডাকে।

ডাকুক। ডাকতে দেন।

কে জানে এর থেকেও হেদায়েত আসতে পারে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

আনাম বলেছেন: একটা দইটা ছবি দেন... আবার ফুটুশপ ছবি দিয়েন না। নাইলে তো মনে হইব যে আপনার স্বপ্নদোষ হইছে...

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

মো কবির বলেছেন: কালো চশমার লোকদের চোখে এই বার সরকার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সরকারই ঐ সব গণজাগরন মঞ্চের কারিশমা কারি মানে পেছনের ব্যক্তি।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

শিক্ষানবিস বলেছেন: ওরা যে ব্রয়লার, দেশী না।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

মুহসিন বলেছেন: আলেম বনাম নাস্তিক ব্লগার
বন্ধ হোক এই হানাহানি

শান্তি, ন্যায় আর অহিংসার
ছড়িয়ে দাও নতুন বাণী।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

এ কে সুমন বলেছেন: ঠিক তাই । তাদের অনুশোচনা আরো করতে হবে। যখন তারা সময় পাবে না তা করার।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

হাসান খা বলেছেন: আমি শাহবাগে একবারই গিয়েছিলাম...প্রথম দিকে যখন দেখি ওরা জামাতের সাথে সাথে ইসলামী রাজনীতি বন্ধের শ্লোগান দেওয়া শুরু করল... আমি আর যাই নি পরবর্তীতে অবশ্য শাহবাগ ওটা থেকে সরে এসে শুধু জামাত নিষিদ্ধের দাবী জানায়। কয়েকজন ব্লগার যে ইসলাম নিয়ে উলটা পালটা লিখছে এটা তো আর অস্বীকার করার উপায় নেই। তো তাদের সমর্থন না দিলে কি যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্থ হত। আজকের এত লোকের সমাবেশ আমাদের কি বলে... এত লোক জামাতের ...অবশ্যই না...এরা সব নবী প্রেমিক...ইসলাম পালনকারী।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

ওরাকল বলেছেন: :) একটু আগে চেনেল ২৪ এ ঘাদানিক শাহারিয়ারের বক্তব্য শুনছিলাম, মহাখালিতে হেফাজতের দৌড়ানি খেয়ে কাদো কাদো গলায় বলছে " পুলিস কেন হেফাজতের মিছিল মহাখালি-আমতলি দিয়ে আসতে দিল ? তাদের ত নর্দা বিশ্বরোড দিয়ে মতিঝিল যাবার কথা ছিল ! "

শুনে হাসতে হাসতে লুটোপুটি খেলাম, ঘাদানিক শাহারিয়ারের যদি জনতই যে হেফাজত নর্দা বিশ্বরোড দিয়ে যাবে তবে তিনি কাকে প্রতিরোধ করার জন্য মহাখালিতে অস্থায়ী মন্চ গেড়েছিলেন ? বসে বসে হাওয়া-বাতাস আটকাবার জন্যে ............. হা হা হা

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অযথা পানি ঘোলা করে লাভ কি? ৭১এ জামাত, মুসলীম লীগের নগণ্যসংখ্যকই পাকিস্তান রক্ষা করতে চেয়েছিল, তারা ব্যার্থ হয়েছিল। আজকে হেফাজতে ইসলাম এগিয়ে না আসলে শাহবাগ হতে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় দল নিষিদ্ধের দাবী উঠত। শাহবাগে যদি এই উগ্র-নাস্তিকদের প্রশ্রয় না দিত তাহলে আজকে এই পরিস্থিতির উদ্ভব হত না। আজকে এত লোক মতিঝিলে আসছে দূর দূরান্ত হতে এটা কোন অর্থ লোভে নয়। পাকিস্তান হতে স্বাধীন হয়েছি মানে ইসলাম ত্যাগ করিনি। ইসলাম পাকিস্তানের বাবার সম্পত্তি নয়। ভারত সরাসরি বলছে তারা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেখতে চায়।তাদের মদদপুষ্ট নগণ্য সংখ্যক উগ্র নাস্তিক এই মোনাফেক সরকারের কান্ধে ভর করে দেশে সেক্যুলারিজম গায়ের জোরে কায়েম করবে হেফাজতে ইসলাম সহ দেশের ৯০% মুসলিম জনগণ সেটা কখনই মেনে নিবে না।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

শাকাহারী বলেছেন: ৭১ TVr রিপোর্ট

নাসির উদ্দিন ইউসুফ বলেছেন তাদের তীব্র প্রতিরোধের মুখে লং মার্চে লোক যোগ দিতে পারেনি,

আর এই দিকে শাহবাগ থেকে প্রতিনিধি জানিয়েছেন যে এগারটায় যে প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল তা হয়নি (কারণ বলেন নি). এদিকে আজকে গণজাগরণ মঞ্চের পরচিত মুখ দেখা যাচ্ছেনা, যারা নিয়মিত ভাবে এই মঞ্চে আসতেন তারা বিভিন্ন স্থানে লং মার্চ প্রতিরোধে নিয়োজিত আছেন!

শাহরিয়ার কবির বলেছেন, সরকার কেন হেফাজোত কে মতিঝিল এ সমাবেশ করতে দিয়েছে?
পুলিশ কেন হেফাজত কর্মী দের বাধা দিচ্ছে না!

কোনটা ঠিক?? লংমার্চ এ লোক আসতে pare নাই? গণজাগরণের পরিচিত মুখ তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে সারা ঢাকাতে? হরতাল তো ঘাদানিক ডাকসে তো পুলিশ কেন বাধা দিবে?

কেউ বুঝলে আমারে জানায়েন!

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

জামান2021 বলেছেন: ওরাকল বলেছেন: :) একটু আগে চেনেল ২৪ এ ঘাদানিক শাহারিয়ারের বক্তব্য শুনছিলাম, মহাখালিতে হেফাজতের দৌড়ানি খেয়ে কাদো কাদো গলায় বলছে " পুলিস কেন হেফাজতের মিছিল মহাখালি-আমতলি দিয়ে আসতে দিল ? তাদের ত নর্দা বিশ্বরোড দিয়ে মতিঝিল যাবার কথা ছিল ! "

শুনে হাসতে হাসতে লুটোপুটি খেলাম, ঘাদানিক শাহারিয়ারের যদি জনতই যে হেফাজত নর্দা বিশ্বরোড দিয়ে যাবে তবে তিনি কাকে প্রতিরোধ করার জন্য মহাখালিতে অস্থায়ী মন্চ গেড়েছিলেন ? বসে বসে হাওয়া-বাতাস আটকাবার জন্যে ............. হা হা হা

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

সিবাক বলেছেন: লংমার্চ সফল হোক

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

সত্য কথা বলি বলেছেন: হাসি কেন ভাই !
আসেন সেক্যুদের দুরবস্থার জন্য আমরা শোক পালন করি।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

বোকা_ছেলে বলেছেন: ইসলামী বিপ্লব
ইসলামী বিপ্লব
আল্লাহু আকবর

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

কাকতড়ুয়া007 বলেছেন: +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.