নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুর র

তারাই আমার বন্ধু যারা বড় মনের মানুষ। ভয় পাই খারাপ কথাকে। ভালবাসি অসহায়কে। ঘৃনা করি নিকৃষ্ট মানুষিকতার মানুষকে।

আনিসুর র › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রধানমন্ত্রীকি ১৮ দলীয় জোট কে যুদ্ধের আহ্বব্বান করলেন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

টিভিতে দেখলাম প্রধানমন্ত্রী বিরোধীদলকে রাস্তায় নেমে আসার জন্য বলছেন এবং চ্যলেন্জ ছুড়ে দিয়েছে। এর আগে দেখেছি মায়, সেলিম সাব বলেছে কিচ্ছু পারবেনা ফাকা বুলি। এরকম উত্তক্ত করার মানে কি। ওনারা কি চাচ্ছেন দেশে খারাপ একটা পরিস্থিতি তৈরি হোক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো শূরু থেকেই চাইছেন।

আর এটা বুঝৈই ১৮ দল ধীরে চলো নীতিতে , টিপ্পনী, অপমান সূচক কথা, পায় পা দিয়ে লাগাকেও এভয়েড করে চলেছে...

মানববন্ধনে দাড়াতে দেয়নি- স্বাভাবিক মিছীল সমাবেশে কুত্তার মতো হামলে পড়েছে, পুলীশের পোষাক পড়ে লিগের লোক হামলা করেছে!!

সিকিমের লেন্দুপ দর্জির কথা মনে পড়ে!!

একক সংক্যাগরিষ্ঠতা নিয়া আইসা দেশে কোন্দল লাগাইয়া কিভাবে সিকিমকে ভারতে বিলীন করেদিয়েছিল!!!!!

ভয় হয়- ৫ বছরে ভারতরে এত মধূ খাওয়াইছে- যে তারা কূটনীতির ভাষা ভুলে সরাসরি আওয়ামীলীগের রক্ষকের ভূমিকায় নামতেও লজ্জা বোধ করে না!!!!!!!

৭১এ পাকিদের অধিপত্যবাদ শোষনের বিরুদ্ধে ছিল যুদ্ধ-আজা আবার মনে হচ্ছে-ভারতীয় আধিপত্যবাদ এবং দালাল/রাজাকারদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ আসন্ন!!!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

মুহামমদ মিনহাজ বলেছেন: এহনো বুঝেন নাই... X(

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

মাজহারুল হুসাইন বলেছেন: আর্মিকে নিঃশেষ করে দেয়া হয়েছে বিডিআর বিদ্রোহে । এখন বিরোধী জোটকে । সুস্বাগতম বাকশাল ভার্শন-২

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

পরিযায়ী বলেছেন: তাইই আসুক। খালেদা এবং তার দলের লোকজন আসুক রাস্তায় আর হাসিনা আর তার দলের লোকজন আসুক। ওরা ওরা মারুক, মরুক। আমাদের সাধারন জনগণকে জেন না ঘাটায় এই প্রার্থনা।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

লাভ বলেছেন: Police jodi doler na hoye jonogoner hoto tahole avabe manus morto na.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.