নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুর র

তারাই আমার বন্ধু যারা বড় মনের মানুষ। ভয় পাই খারাপ কথাকে। ভালবাসি অসহায়কে। ঘৃনা করি নিকৃষ্ট মানুষিকতার মানুষকে।

আনিসুর র › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়াকে অবোরোধ দিতে বাধ্য করা হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

কিইবা করার ছিল এই আপোষহীন নেত্রীর। শেষ এক বছরে সে প্রায় চুপই ছিল। তারেক জিয়ার ভাষনকে কেন্দ্র করে গাজিপুরে সভা করতে দেয়া হলনা এবং বলা হল বাংলাদেশের কোথায়ও সভা সমাবেস করতে দেয়া হবে না। শেষে ঢাকাতেও তার সভা নিষিধ্য করা হল। সে যদি আবোরোধ না দিয়ে বাসায় গিয়ে চুপচাপ নাকে শরিশার তেল দিয়ে ঘুমাতো হয়ত বিএনপির রাজনীতি এখানেই শেষ হয়ে যেত। তার পাশে আজ যাদের পাচ্ছে তারা্ও তার সঙ্গ ত্যাগ করত কিংবা করতে বাধ্য করা হত। তার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।

এখন অবোরোধ দিয়ে ফিরে আসারও পথ বন্ধ হয়েগেছে। বাচা মরার লরাই, হয় জিত নয়ত বিলিন হও।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

সুপ্ত আহমেদ বলেছেন: নিজের সবাথের জন্য এসব করছে। নামে জনগন আমার সাথে আছে :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.