নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুর র

তারাই আমার বন্ধু যারা বড় মনের মানুষ। ভয় পাই খারাপ কথাকে। ভালবাসি অসহায়কে। ঘৃনা করি নিকৃষ্ট মানুষিকতার মানুষকে।

আনিসুর র › বিস্তারিত পোস্টঃ

দায়টা একটু সরকারকেও দিন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

আজ যারা গাড়ি পোড়ানো, মানুষ পোরানোর জন্য বিএনপিকে দায়ী করছেন তারা এর দায় একটু সরকারকেও দিন। কেউ কি সিওর হয়ে বলতে পারছেন যে বিরোধীমতবাদীদের সন্ত্রাসী হিসেবে আমাদের কাছে প্রমান করার জন্য এখানে সরকারের হাত নেই। বিরোদীদের বিরুদ্ধে কথা বলুন সাথে সরকারের বিরুদ্ধেও বলুন না হয় আপনি জবর দখলদারদের সাপোর্ট করছেন। দায়টা্ একটু আওয়ামিলীগকেও দিন, সমেস্যার সমাধান হবে।



বিরোদীরা তো বলেনাই ভোট ছাড়া আমাকে ক্ষমতায় দিন। আপনরা বুদ্ধিজিবীরা হাউ মাউ কাউ কাউ করছেন কিন্তু এটা ভুলেগেলে চলবেনা দেশের বিরাট একটা অংশ এই বিরোদীদের সাথে আছে। ভয় আজ চুপ করে আছে।



দেশে কখনোই বিরোদীদের বিরুদ্ধে গন বিষ্ফোরোন ঘটানো যাবে না কারন সরকার যে সঠিক পথে আসে নাই তা সরকারদলীয় সমর্থকরাও যানে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

নিলু বলেছেন: সমস্যার সমাধান কোনদিনই হবে বলে মনে হয় না , দোষ যাকেই দেন , ধন্যবাদ

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

মাটিরময়না বলেছেন: বিরোধী বা সরকারদল যাই বলেন না কেন -- তাদের আসল পরিচয়টা কি?? তারা আমাদের মতোই মানুষ।

একজন মানুষ হয়ে আরেকজনকে পোড়াতে এখন দেখছি একদমই কষ্ট হয়না কারো। আমাদের সমস্যা হলো আমরা নিজেরাই। আমাদের ভিতরেই মীরজাফর ছিলো- আমাদের ভিতরেই রাজাকার ছিলো আর এখন আছে পোড়াকার (যাহারা মানুষ শুদ্ধ গাড়ী পোড়ায়)--

আমি কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলছি না- আমি আমাদের হয়ে বলছি-- যতদিন পর্যন্ত আমরা আমদেরকে শোধরাতে না পারবো ততোদিন পর্যন্ত আমাদের কোন নিস্তার নেই-

শুভেচ্ছা রইলো--- ভালো থাকবেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

মিতক্ষরা বলেছেন: মানুষ পোড়ানোর মত জঘন্য নৃশংসতা আর কিছু নেই।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছু টাইপো আছে, তা যদি একটু ঠিক করে নিতেন, তাহলে খুব ভালো হতো। আপনি সুন্দর গঠন মুলক সমালোচনা করছেন। এটা ভালো। আপনার যুক্তির সাথে আমিও বেশ খানিকটা সহমত।

সমস্যা হচ্ছে রাজনীতি নিয়ে যারা লিখেন, তারা হয় অতিরিক্ত কট্টরপন্থায় আক্রান্ত। ফলে সুষ্ঠ আলোচনা এবং সমালোচনা সেখানে আসছে না। যুক্তি অভাব হলেই গালাগালি এবং ট্যাগবাজি।

এই সব থেকে বেরিয়ে আসা দরকার।

আশা করছি সামনে আপনি আরো ভালো যুক্তিপূর্ন লেখা লিখবেন এবং বানান সংক্রান্ত ব্যাপারে আরো বেশি মনোযোগী হবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.