নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনিসুর র

তারাই আমার বন্ধু যারা বড় মনের মানুষ। ভয় পাই খারাপ কথাকে। ভালবাসি অসহায়কে। ঘৃনা করি নিকৃষ্ট মানুষিকতার মানুষকে।

আনিসুর র › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাইতো সমেস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে পাড়ে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

অনেক সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি, যখন কেউ দুই নেন্ত্রীকে দোষ দিয়ে কথা বলে তখন তার খারাপ লাগে এবং তুলনা করে সে দেখায় তার সাথে খালেদা জিয়ার তুলনাই হয় না। তার ছেলে চোর না, তিনি শিক্ষিত, তিনি রাজনৈতীক পরিবারের সদস্য আরও অনেক উদাহরন তিনি উপাস্থাপন করেন।

আমি কে খারাপ কে ভাল তা এখানে বিশ্লেষন করছি না আমরা সবাই যানি কে কতটা ভাল এবং কে কতটা খারাপ এবং এই সমস্যার জন্য কে কতটুকো দায়ী তাও যানি। যেহেতু আমাদের প্রধান মন্ত্রী দাবী করেন তিনি না থাকলে বাংলাদেশের কি যে হত তা আল্লাহ পাক ছাড়া কেউ যানে না। আজ যা হচেছ তা খুব ভাল কিছু হচ্ছে না, আপনি থাকতে তো আমাদের শান্তিতে থাকার কথা আমাদের কথা ভেবে না হয় গনন্ত্রের পথে আসুন।
আমরা কি তা হলে এটা ভাববো যে আপনি যদি আমাদের ভোটে নির্বাচিত হতেন তা হলে আমাদের প্রতি আপনার দায় থাকতো কিন্তু এখন নাই।

আন্দোলন জনগন রুখে দিবে সেই আশায় আপনি হয়ত বশে আছেন কিন্তু এটা ভুলে গেলে চলবে না আপনি জনগনের নির্বাচিত সরকার না্ ৫% কে যতই ৪০% বলেন, সবাই যানে ৪০% কিভাবে হয়েছে। ৫% কে ৪০% বলার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি বাংলাদেশেকে ডিজিটাল করে ফেলেছেন। এখন মানুষ অনেক সচেতন।

তাই আপনি দৃষ্টান্ত স্থাপন করুন আপনি সত্যিই আলাদা, দেশের মানুষের জন্য আপনি সব করতে পারেন। আপনারতো ভয় হওয়ার কথা না, আপনাকে যদি মানুষ ভালবাসে তবে নিশ্চই আপনি ক্ষমতায় আসবেন তখন এভাবে আপনার জনগনকে কেউ মারলে জনগন রুখে দারাবে কিন্তু এখন দাড়াবে কিনা তা বলা যায় না কারন বি এন পির দাবীকে কেউ অযেীক্তিুর বলে উড়িয়ে দিতে পারেনা। তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায় না। তারা জনগনের রায় দেখতে চায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: পারিবারিক শাসন মূল উদ্দেশ্য- গণতন্ত্র নয়- তাই কেউ ই দায়িত্ব পালন করবে না। না শেখ হাসিনা- না খালেদা জিয়া।
এক্ষেত্রে দুজনই এক পথের যাত্রী

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

নিলু বলেছেন: কোনটি যুক্তিক আর কোনটি অযুক্তিক তা নিরুপনের পথ কি ? দলের লোক সবসময়ই দলের কাজ করে থাকে । তাহলে দল ২ টি , নানা প্রতিকূলতার মাঝে টিকে আছে কিভাবে ?

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বা আওয়ামী লীগে এমন কেহ নেই যারা 'সমস্যার সমাধান' করতে পারবে; সমস্যার সমাধানের জন্য 'এনালাইটিক্যাল জ্ঞান থাকতে হয়; অবশ্য বেশীর ভাগ বাংগালীর উহা নেই।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

গাঁও গেরামের মানুষ বলেছেন: "তাই আপনি দৃষ্টান্ত স্থাপন করুন আপনি সত্যিই আলাদা, দেশের মানুষের জন্য আপনি সব করতে পারেন। আপনারতো ভয় হওয়ার কথা না, আপনাকে যদি মানুষ ভালবাসে তবে নিশ্চই আপনি ক্ষমতায় আসবেন তখন এভাবে আপনার জনগনকে কেউ মারলে জনগন রুখে দারাবে"-

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.