| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভিতে দেখলাম সহিদুল স্যার বলছে খালেদা জিয়ার বাসায় খাবার ঠিকমত যাচ্ছে কেউ বাধা দিচ্ছেনা। সে বলেছে ২৪ ঘন্টা না খেলে নাকি মানুষ বাচেনা অর্থাত ২৪ ঘন্টার মধ্যে যদি খালেদা জিয়া মারা যেত তা হলে প্রমান হত সে খাবার পাচ্ছেনা। একটা বইতে পড়েছিলাম "মরিয়া প্রমান করিলো সে মরে নাই"। সহিদুল স্যার প্রমান চাচ্ছে কি না তা তার কথায় স্পষ্ঠ বোজা যায় নাই। তবে যে সব মিডিয়া প্রচার করছে খালেদা জিয়ার বাসায় খাবার যেতে বাধা দিচ্ছে পুলিশ, সহিদুল স্যারের উচিত আগে ওইসব মিডিয়াদের ডান্ডা মেরে ঠান্ডা করা্।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সরকার যদি সত্যি এটা করে থাকে তাহলে খুবই ঘৃন্য কাজ হবে, একজন মানুষের খাবারে বাধা দিবে এর চেয়ে অসুস্থ্য মানুষ আর হতে পারেনা। আমার কেন জানি বিশ্বাস হয়না এই খবরটা। আমার মনে হচ্ছে এখানে হয়ত মিথ্যা অথবা অন্য কোন কারণ থাকতে পারে অথবা কোন মুর্খ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য মুলক কোন কর্ম কান্ডের ফল হতে পারে এটা।
সে যাই হোক একজন সাবেক প্রধানমন্ত্রীকে এইভাবে নাজেহাল করা সরকারের উচিৎ নয়। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে গ্রেফ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিৎ। সে নেত্রী হয়েছে বলে সব কিছুর উর্ধে নয়।সেটা না করে তার বাড়ি ঘর অবরুদ্ধ বালির টাক মাটির ট্রাক এসব করা মানে সরকারের দুর্বলতার প্রকাশ। আমি এসবের সমর্থন করিনা।