![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু আমরা স্বধীন না। এক সময় আমাদের দেশ পরাধীন ছিল আজ আমরা পরাধীন। একসময় আমরা ভীনদেশীয়দের ভয় পেতাম আর আজ আমরা একটি গোষ্টির ভয়ে কুকরে থাকি। ভিনদেশীরা আমাদের লাঠি দিয়ে পিটিয়ে ওদের অধিনস্ত করে রাখতো আর ওরা আমাদের গুলি করে রাস্তায় ফেলে রাখে। বাসা থেকে ধরে নিয়ে গুমকরে দেয়। মা তার সন্তানকে শেষ দেখা দেখতে পায়না। সন্তান তার বাবার পথের দিকে তাকিয়ে থাকে কিন্তু বাবা আর ফিরে আসে না। স্ত্রী দারে দারে ঘুরে তার হারানো স্বমীর সন্ধান করে কিন্তু ওরা হাসি ঠাট্টা তামাসা করে। ওরা-------------------------------।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
সরকার গুলি করে মারছে, মনে হয় গুমে হাত আছে।
কিন্তু আজকে কি সবচেয়ে বড় ব্যাপার 'পেট্রোল বোমা' নয়? আপনার পোস্টে সেটি নাই কেন?