নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু দীর্ঘশ্বাস! আশা-নিরাশার জমজমাট খেলা
সংঘাত,সংঘষ,জান মাল নিয়ে ছিনিমিনি খেলা
মায়ের কোলও আজ নয় নিরাপদ,সংকটে জনপদ
নেই মানবিকতা, মনুষত্ব,ঘীরে ধরছে বিপদ-আপদ
কখনো স্বপ্নদর্শী, স্বপ্নপূরণের চেষ্টা, স্বপ্নভঙ্গে মৃত আশা
ক্রন্দন,আহাজারি,শোক,ব্যথা-এক বুক হতাশা
আবার প্রবল প্রত্যাশা, মনের জোরে সর্বশক্তি নিয়োগ-সম্মুখপানে
মানব রুপী দানব-হায়েনার হিংস্রতা,পাষানের নিমমতা-কষ্ট প্রাণে
তীব্র সংকটেও মুক্তির সন্ধান, সব বাধাঁ পদদলে-জীবনের আহ্বান
রক্তাক্ত রাজপথ,ববর তান্ডব,মমান্তিক দৃশ্য-যেন পশুত্বের জয়গান
আশার ভেলায় ভাসে বুকে জমানো কষ্টের দহন,তবু বাচাঁর স্বাদে
পৈশাচিক ঘটনা,নিরস্র মানুষের উপর সশস্র হামলা-হৃদয়টা কাদে
আজ হারানোর বেদনা, না থাকার শূণ্যতা-নব অণ্বেষণে মগ্নতা
জঘন্য কাজ, বন্য সিদ্ধান্ত,উন্মাদের নিদেশ-চরম ভয়াবহতা
প্রাপ্তির আনন্দ, চেতনায় প্রশান্তি, প্রত্যাশা-যেন স্বচ্ছ পথে নেই
নিষ্ঠুরতার সীমান্তে অমানুষদের পাগলামী-ভয়ংকর!স্বাধীনতা নেই
অস্থির চিত্ত, স্বস্তির অপেক্ষায়- বাধ্য হয়ে কালক্ষেপন
কে শত্রু আর কে মিত্র? কে পর আর কে আপন ?
দ্বন্ধ,জটিলতা-অজানার পথে দৃষ্টি নিমগ্ন, কৌতুহলী শংকা
নিরহ মানুষ যেন সাপ-মশা-মাছি, মারাতে বীরত্ব-বিজয় ডংকা
দু:খে কাঁদি,চোখ ঝাপসা হয়ে আসে, কর্মব্যস্ত দেহও নিথর হয়ে যায়
বুঝিনা, মৃত লাশ আর এক সাগর রক্ত কিভাবে চিত্তে আনন্দ জাগায়
বাড়াবাড়িতে প্রাণচাঞ্চল্য হারায়, চোখেমুখে বিষাদ-বেদনার-বিমর্ষ ছাপ পড়ে
মানবপ্রেম আর দেশপ্রেমের বিকৃত রুপ!সেবার নামে-নৈরাজ্য সৃষ্টি করে
অপরাধবোধ, উদ্বেগ, উৎকণ্ঠা ছাপিয়ে রক্তপিপাসুদের উৎসবের হর্ষধ্বনি
কখনও ক্ষিপ্রতা, সুতীব্র গতি, আলো আধারের খেলায়-শয়তানের জয়ধ্বনি
তবু স্বপ্নাতুর চোখে গন্তব্যে পৌছার আশ্বাস,নরপিশাচদের বাধাঁ ঠেলে
নরখাদক রক্তপিপাসুরা অসহায়দের হৃদয়ের আকুলতা-ব্যাকুলতা পদদলে
নির্মম প্রত্যাখান, স্বাভাবিকতা হারানো পাগলামো, সাধারণ থেকে ব্যতিক্রম
অনেক চোখে উন্মাদনার এক নতুন জগৎ,দেখে খুন-হত্যায় যারা পারঙ্গম
জয়ের লক্ষ্যপানে অটুট অবিচল থাকা; কঠিন থেকে কঠিনতর
পরাজয়ে ডরেনা বীর, মানবতার পক্ষে প্রয়াস-জুরসে লড়।
©somewhere in net ltd.