নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবারগুলো রক্তসম্পর্ক ও বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠে। সংসারের নিত্যনৈমিত্তিক কাজ-কর্মের চালনা, পরিবারের সদস্যদের পারস্পরিক নির্ভরশীলতা এবং সম্পদ, শ্রম ও আবেগ-অনুভূতিতে অংশগ্রহণ এবং মানব জীবনের সামাজিক, আর্থিক ও রাজনৈতিক দিকগুলি পরিচালনায় পরিবারের ভুমিকা খুব গুরুত্বপূর্ণ। family is in itself a small society. একটু খেয়াল করলে দেখবেন, existence of all large societies depends on family. এটা স্রষ্টার অপার অনুগ্রহ যে সমাজের ক্ষুদ্রতম একক তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি পরিবারের প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হয়েছে।পরিবার ছাড়া মানব সমাজ কল্পনা করা যায়না। The family is the primary institution at the base of our existence as human beings. যখন কেউ হতাশ হয়, শারীরিক-মানসিক-আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন তার Emotional support লাগে, Mental support লাগে। One to one emotional support কিছু পরিস্থিতিতে খুব জররী হয়ে ওঠে।
যারা সবল family তারা দুর্বল familyকে সাহায্য করতে পারে for change their home environment. আসলে এসব ব্যাপারে অর্থপূর্ণ কোন উদ্যোগের জন্যে multi-disciplinary team লাগবে। পারস্পরিক knowledge এবং experience শেয়ারিং এর মাধ্যমে innovative approaches এ কাজ করতে হবে। যে কাজ সবাই করে আমাদের সে কাজ করার দরকার নেই।নতুনত্ব থাকতে হবে। যদি Christian, Hindu এবং Buddhist দের কোন পরিবারকে নিয়ে কাজ নাও করা হয় শুধুমাত্র Muslim পরিবারগুলোতে সীমাবদ্ধ থাকে তবুও লক্ষ্যে, উদ্দেশ্যে, কর্মপদ্ধতিতে বৈশ্বিক আবেদন, মানবিক-সামাজিক-কল্যাণকর কিছু করার প্রত্যয় থাকবে।কিছু ব্যাপার থাকবে অলিখিত কিন্তু ধারণা-চিন্তাধারা-বক্তব্য কিছু থাকবে লিখিত যা প্রয়োজনে পরিবেশন বা উপস্থাপন করা যায়। আন্দোলনের রুপরেখাটা এমনভাবে করতে হবে যাতে local, national এবংglobal level এও তা প্রয়োগযোগ্য হয়।.
Leadership Development টা যদি informal activities এর মাধ্যমে হয়, Traditional Effective Organizations- থেকেও ভিন্ন ধরনের সামষ্টিক উদ্যোগ হয়, Family Collaborations টা যদি জীবনের মিশন ও ভিশন বাস্তবায়নে সহায়ক হয় তবে তা নি:সন্দেহে আনন্দের হবে। We initiate and maintain a family involvement website. আমরা সংগ্রহ বা সমন্বয় করতে পারি কিছু information about the needs of individuals and their families.
আমরা যখন কোন Workshop আয়োজন করব, opportunities বাড়াতে চেষ্টা করব তখনfamily relationship আমাদেরকে বুঝতে হবে, সমাজের আরোপিত rules এবং restrictions বিবেচনায় রাখতে হবে। আপনার commitment রাখাটা অন্যদের involvement এর জন্যে খুব দরকার হবে। family-based behavior কেমন হওয়া উচিৎ, কেমন ধরনের lifestyle কাঙ্খিত তা নিয়ে counseling হতে পারে। easy come এবং easy out থাকবে তার মানে কোন নিয়ম নীতি মানার বাধ্যবাধকতা থাকবে না-এমনটা নয়। Exceptional Family Member Program হবে যার মাধ্যমে family involvement কে promote করা হবে।
যেখানে Social injustice প্রতিষ্ঠিত নেই সেখানে যেকোন মানব স্বার্থ সংশ্লিষ্ট শুভ উদ্যোগকেই মানুষ স্বাগত জানাবে। Family to Family support অনেক অর্থবহ ফলাফল বয়ে আনতে পারে।এ assessment দরকারী হবে যে family এর needs কি এবং who qualify for this level of support, more control over their decisions and their lives. সমন্বিত কর্মোদ্যোগে যদি পরিবারের সদস্যদের বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তন না হয় তবেতো কাজের কাজ কিছুই হবেনা। We have to gather information about needs and services and develop family. ধর্ম শিক্ষা বা চর্চা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং We have to develop and provide culturally appropriate training. প্রথমে Core team-building টা গুরুত্বপূর্ণ তারপর সমন্বিতভাবে support নিয়ে ভাবনা। যদি স্বপ্নটা এমন হয় যে,we want to build communities where all people can live, learn, work, and play together.
যেকোন প্রতিষ্ঠানের কিছু core values থাকা দরকার। সম্পৃক্তদের individual কিছু choice থাকতে পারে।সংশ্লিষ্টদের self-direction, self-determination খুব কার্যিকর। ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে Equality এবং Justice বজায় থাকাটা খুব জরুরী।যদি কাজে Diversity না থাকে, fairness না থাকে,আগ্রহী সবার access না থেকে তবে দীর্ঘমেয়াদে টেকসই কোন আন্দোলন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়।
©somewhere in net ltd.