![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট নির্মাণ করছে ভারত। সরকার অতিগোপনে এই বন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারতকে দেয়া ট্রানজিট সুবিধার অংশ হিসেবেই এই পোর্ট নির্মাণ করা হবে। এই খবর মিথ্যা ও বানোয়াট।
"ভারতকে এই বন্দর নির্মাণের অনুমোদন দেয়ার কথা ইনকিলাবের কাছে স্বীকার করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।" পত্রিকাটির এমন খবর সম্পরকে জানতে চাইলে উনি বলেন, এই খবর মিথ্যা ও বানোয়াট বলেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।তিনি আরো বলেন এই বিষয়ে আমার কিনবা আমার মন্ত্রণালয়ের কোন অফিসারের সাথে যোগাযোগ করা হয় নি। পোর্ট নির্মানে ভারতে সাথে কোন চুক্তি হয় নি। আজ সকালে এই বিষয় মিটিং হয়।
মিটিং এ উপস্তিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন(এডমিন-১), যুগ্ম সচিব মো. সোহরাব হোসেন। আজ সকালে সচিবালয়ে গিয়ে এই বিষয়ে কোন ফাইলপত্র পাওয়া যায় নি।
আরো লেটেস্ট খবর হলো আজ দুপুরে এই বিষয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ে আবারো জরুরি মিটিং হয়। নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন(এডমিন-১) কে প্রধান বানিয়ে একটি Investigation committee করা হয়। যদি কোনো ব্যক্তি, প্রতিস্ঠান কিনবা সাংবাদিক এ্ই বিষয় চ্যলেন্জ করতে চান তাহলে অতিসত্তর নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন(এডমিন-১) এর সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ:-
যুগ্ম সচিব মো. আলাউদ্দিন(এডমিন-১)
নৌপরিবহন মন্ত্রনালয়
বাংলাদেশ সচিবলায়, ঢাকা।
ফোন:- 7167115
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
বাংলার হাসান বলেছেন: অবাক হলাম এমন একটি জাতীয় উসুতে কারো কোন মন্তব্য না দেখে।