![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, রাতে তারাবিহ পড়া হবে।
ব্লগের সবাইকে রমজান মোবারাক। মহে রমাজানকে স্বাগতম জানাই। রমজানের শুরুতে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই পবিত্র মাসের আমাদেরকে সব গুলো রোজা সঠিক ভাবে পালন করার সেই তৌপিক দিন । এই পবিত্র মাসকে আমাদের জন্য বরকতময় করেদিন। আমাদেরকে বেশিকরে হায়াত দিন, আমরা যেন অনেক বেশি রমাজান মাসের রোজা রাখতে পারি, এবং রমজান থেকে শিক্ষানিয়ে, আমাদের জীবনকে সুশৃঙ্খল ও সুন্দর করতে পারি। আমরা যেন নামজ সংরক্ষন করতে পারি। উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে আত্মীয় স্বজন ও অভাবীদের দান খয়রাত করার সুযোগ করে দিন। অতিভোজন থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা জেন সুস্থ থাকতে পারি। আল্লাহ আমাদেরকে রোজাব্রত পালন অবস্থায় কোন খারাপ আসর, কটুকথা যা অন্যের মনে কষ্টদেয় তা থেকে বিরত রাখুন। কুফুরী থেকে রক্ষা করুন। অন্যের সাথে খারাপ আচরণ থেকে বিরত থাকার তৌপিক দিন। আমাদের চরিত্রের খারাপ দিক গুলো দুরীভুত করেদিন। চরিত্রের পথস্খলন ঘটে, এমন কাজ থেকে বিরত রাখুন। উন্নত চরিত্রের অধিকারী হওয়ার জন্যে ভালো এবং ধর্মীয় বই পুস্তক পড়ার সুযোগ করে দিন। আমাদের বাংলাদেশকে উন্নত বিশ্বের শক্তি শালি একটি ইসলামী রাস্ট্রে পরিনত করে দিন। আমাদের দেশে দুর্নীতি মুক্ত করে দিন। বাংলাদেশে সৎ ও যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আসার সুযোগ করে দিন। সারা বিশ্বের মুসলমানদের জান মাল রক্ষা করুন। এবং যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। জ্ঞানী গুনি মানুষদের কে ইসলামের পাতাকা তলে ঠাই করে দিন। আমাদের কে সবগুলো রোজা সঠিক ভাবে পালন করে ঈদের আনন্দ উপভোগ করার সেই তৌপিক দিন। আল্লাহ আমাদের সকল আশা আকাঙ্খা পুরণ করে দিন। বর্তমানে যে আবস্থায় আছি তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আমিন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৯
নুর3ডিইডি বলেছেন: সুধাসদন, তাদের জন্য এই দোয়া করুন। তারা যেন জেল থেকে বাহির হয়ে খারাপ কাজ থেকে দুরে থাকেন। তারা যেন আল্লাহকে ভয় করে, উত্তম কাজ করেন।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৯
ধ্রূপদী বলেছেন: বাংলাদেশে আজ থেকে রোজা?
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
নুর3ডিইডি বলেছেন: বাংলাদেশে তো সৌদি আরবের একদিন পর শুরু হয়। এই বছর কি খবর আমার জানা নাই@ ধ্রূপদী
বাংলাদেশ থেকে যারা ব্লগে আচেন , দেশের কি খবর বলুন?
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
আশরাফ রহমান বলেছেন: রমজানের শুভেচ্ছা। ৫
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৪
নুর3ডিইডি বলেছেন: আশরাফ রহমান ভাই , ইরানে কি সৌদি আরবের সাথে এক সাথে?
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৬
মাহমুদ রহমান বলেছেন: আমীন।।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৭
নাজিরুল হক বলেছেন: আমীন। আল্লাহ সবাইকে ক্ষমা করুন।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৯
নুর3ডিইডি বলেছেন: মাহমুদ রহমান ভাই বাংলাদেশের কি খবর বলুন।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৭
আশরাফ রহমান বলেছেন: ইরানে এখনও কোন খবর হয় নি। মনে হয় কাল হবে না।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৫
তাহসিন সাঈদা মুন বলেছেন: রমাদান মোবারক
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
মাহমুদ রহমান বলেছেন: বাংলাদেশেরও খবর হয়নি।
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৫
পাশা বলেছেন: রামদান মুবারক।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫২
নাজিম উদদীন বলেছেন: সারা বিশ্বের মুসলমানদের জান মাল রক্ষা করুন।
.... আরেকটু উদার হওয়া যায় না।
বাংলাদেশকে উন্নত বিশ্বের শক্তি শালি একটি ইসলামী রাস্ট্রে পরিনত করে দিন।
-------- ছুম্মা আমীন
চাঁদের উপর নির্ভরশীলতা পরোক্ষভাবে চন্দ্রপূজা।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৫
আবূসামীহা বলেছেন: @নাজিম উদদীন
চাঁদের উপর নির্ভরশীলতা যে চন্দ্র-পূজা এটা কে বলল? কেউতো চাঁদের উপর নির্ভর করেনা। সবাই শুধু নিশ্চিত হতে চান যে মাসটা শুরু হয়েছে, কারন রমজ়ান চান্দ্র মাস।
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৯
নাজিরুল হক বলেছেন: চাঁদের উপর নির্ভরতা আপনাকে কে বললো? বলা হয়েছে ২৯ তারিখে চাঁদ দেখলে রোজা রাখবে। আর না দেখলে পরদিন অবশ্যই রমযান মাস শুরু হবে। এখানে নির্ভরতা কি আছে?
আরবী মাস কখনো ২৯শে আবার কখনো ৩০ শে যায়। তাই চাঁদ খুজতে বলা হয়েছে।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৮
নুর3ডিইডি বলেছেন: নাজিম উদদীন , খুবই সাধারন বিষয় , একটু ভাবুন মুসলমানদের ইবাদত, হালাল হারাম, ইহলৌকিক যত কর্মকান্ডে আল্লাহ আদেশ নিষেদ নির্দেশ দিয়েছেন সব খানেই কারণ আছে। এবং আল্লাহর নির্দেশ পালনে মানব জীবনেরই কল্যাণ হয়। পৃথিবীর সকল মুসলমান হজ্জ করার জন্য যে খানে আসেন তা পৃথিবীর একদম মধ্যখানে। আর মুসলামনরা মাসের হিসাব করেন, অর্থাৎ আরবি মাসের হিসাব চাঁদ দেখে। ২৮, ২৯, ৩০ ও হতে পারে। কিন্তু ইংরাজী মাস কি ভাবে ২৯ হয়, আবার ৩০ হয়?
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৭
কণা বলেছেন: রমজান মোবারক হোক!
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১৭
নাজিরুল হক বলেছেন: নাজিম উদদীন এর মাথার ঘিলুর স্বল্পতা আছে।
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
জারীর বলেছেন: রমাদান মোবারক
আমি মনে হয় কালক আসতেছি ইনশা আললাহ। দোয়া করবেন যেন ডেট টা ঠিক থাকে।
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৩
অন্যরকম বলেছেন: রমাদান মোবারক
২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
বইপাগল বলেছেন: রমজান মোবারক। ৫
২৩| ১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৬
ফজলে এলাহি বলেছেন: দিনকাল কেমন কাটছে নূর ভাই
২৪| ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
মাহমুদ রহমান বলেছেন: নুরভাই, কেমন আছেন?
আপনার পোস্ট দেখি না অনেক দিন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩১
সুধাসদন বলেছেন: আমাদের নেত্রীদের জন্য একটু দোয়া কইরেন। তারা যেন জেলখানাকে নিজ বাড়ী মনে করে বাকী জীবন কাটাইতে পারেন।