![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনা যায় বজ্রের কান ফাটা গুঞ্জন
পথ ঘাট নিঃশব্দ, ঘৃণার ক্রন্দন
পশ্চিম থেকে বইছে না হাওয়া
স্বদেশের আওয়াজ, পূর্ণ হয়না চাওয়া
সুযোগ পেলে ভেঙ্গে দেব শকুনের বিষদাঁত
গরু আমার, খেতে দেব নাকো দুধভাত।
যত পার তোল আওয়াজ চেতনার
মজবুত বিশ্বাস, আছে আর কয় জনার
জীবনের মোহ শেষ, স্রষ্টার অন্বেষণ
কেটে যাবে গোর, জাগবে দীপ্ত ঈমান।
©somewhere in net ltd.