| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, পারলে জাতির সামনে প্রমান করুক তাদের এতো সম্মতির উৎস কি কি? তার পর ব্লগারদের কান ধরে উঠবস করতে বলুক।
এই পার্থের ভয়ে ছেলে পেলেরা কাঁপত। আজো কাঁপে ভোলাতে অনেক মানুষ। শুধু টাকার জোর আর অস্ত্রের জোরে। কি নেই পার্থ’র??? পার্থ আর তার পরিবার কম করে হলেও ৪ থেকে ৫ হাজার কোটি টাকার মালিক। এরশাদ যখন জেলে যায় তখন নাজিউর রহমান মঞ্জুরের কাছে বিশ্বাস করে তার দূর্নীতির ২,৫০০ কোটি টাকা জিম্মা রেখে যায়। কারন সব চোরদের ভেতর এরশাদের সবচাইতে বিশ্বাসী চোর ছিলো কাজী জাফর আর নাজিউর রহমান মঞ্জুর। এই মঞ্জুর সেই ২,৫০০ কোটি টাকা মেরে দিয়েছিলো দিনের আলোতেই। কিচ্ছু করতে পারেনি এরশাদ। দিনের আলোতে, বন্ধুদের আড্ডায় এই নাজিউরের ছোট ছেলে অঞ্জনই মানুষকে বলে বেড়াত “এরাশাদের পাছায় সোয়াপ করে আমার বাপ টাকা বের করে এনেছে"
এই পার্থ তার গুলশানের আইন কলেজ ব্রিটিশ স্কুল অব ল তে মেয়েদের নিয়ে কি কি করেছে তা দয়া করে বাংলাদেশে অবস্থানকারী ভোদাই মানুষ দয়া করে একটু জেনে নিবেন। শুধু জেনে নিবেন, তারই কলিগ ব্যারিস্টার রাহাত খলিলের বুকে কি করে পিস্তল ঠেকিয়ে অপমান করেছিলো এই পার্থ। পার্থের খালাতো ভাই ব্যারিস্টার তৌফিকুর রহমান সেসব ঘটনার জলজ্যান্ত সাক্ষী। লন্ডন স্কুল অফ ল এন্ড স্টাডিস কলেজের গুলশান শাখাতে গেলেই ব্যারিস্টার তৌফিক কে পেয়ে যাবেন আপ্নারা।
আজ পার্থ বিনিয়োগ নিয়ে, বিদেশে টাকা পাচার নিয়ে বড় বড় কথা বলে? আজ পার্থ শেয়ার বাজার নিয়ে বড় বড় কথা বলে? আজ পার্থ দুই লাইনের কথার মধ্যে এক লাইন ভুল ইংরেজী বলে বাল সাজতে চায়? আজ পার্থ এত চটক চটক কথা বলে সংসদে?
কই ছিলো তার এত বড় গলা যখন তিনি ২০০২-২০০৩ সালের দিকে লন্ডনে ট্রিনিটি কলেজের পেছনে ৩০০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছিলেন?
কই ছিলো তার এই বড় বড় কথা যখন তিনি বাংলাদেশে প্রথম ভলভো গাড়িড় শো রুম বানিয়ে এম পিদের টাকা খাইয়ে শুল্ক মুক্ত গাড়ি এনে দেশের কোটি কোটি টাকার রাজস্ব চুরি করেছিলো?
কই ছিলো পার্থর এত সত্যবাদীর রূপ যখন তার বাবা মেয়র আর মন্ত্রী হয়ে শত শত কোটি টাকা চুরি করেছিলো?
কোথায় থেকে এলো পার্থর এত গুলো প্রাসাদপ্রম বাড়ী, বাগান বাড়ী, রেস্ট হাউস? কোথায় থেকে এলো পার্থর এত ব্যাবসা? ঢাকার ডি আইটি এক্সটেনশন রোডের অফিসে তার জাহাজ ব্যাবসার অফিস? কারখানা, গার্মেন্টস?
এই পার্থ তার বিয়েতেই শুধু উপহার পেয়েছিলো ৪৭ টি গাড়ি। কারা দিয়েছিলো এসব গাড়ি? কয়জন সাধু আর সন্যাসী ছিলো ওই আপ্যায়িতদের তালিকায়??? যেই উপহার দাতাদের ভেতর আজকের সাল্মান এফ রহমানও ছিলেন যাকে তিনি এখন "দরবেশ" নামে আখ্যায়িত করেন আর বলে বেড়ান চোর।
লন্ডনের বেথনাল গ্রীন আর আমেরিকার ওয়াশিংটনে কোথায় থেকে তার এতগুলো বাড়ী কিনার টাকা এলো?
কি এই পার্থর মোরালিটি যখন তারই ছাত্রী এরিনাকে নিয়ে সিংগাপুরে গিয়ে ভ্রমণ করে আসে তার স্ত্রীকে ফেলে?
কোথায় থাকে তার মোরালিটি যখন তার শ্বশুর শেখ হেলাল বিখ্যাত চোর হয়, কোথায় থাকে
তার মোরালিটি যখন রাতের আঁধারে তারেক রহমানকে ৩০ কোটি টাকা গিফট হিসেবে দেয়?
আজ জনগণ, এই দূর্নীতিবাজ ও চোরকে নিয়ে উল্লাসে মাতম তোলে???? বলে, “সময়ের সাহসী সন্তান” “সাবাশ” “হিরো” “গুরু” পার্থ ভাই এগিয়ে চলেন” “উনার প্রধানমন্ত্রী হওয়া উচিৎ” এসব বলে!!!!!!!!
পার্থর মত একজন চোরের ছেলে প্রধান মন্ত্রী করতে চাই !!!!
মুল পোস্ট
২|
২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩
প্রভাতের পথিক বলেছেন: আপনিও কি ওর চোদন খাইছেন?
৩|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০
জাহাঙ্গীর জান বলেছেন: ওরা সোনার চামুচ মুখে দিয়ে এসেছেন । যেমনটা তারেক আর কেকোদের মতোই ।
৪|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭
ভিটামিন সি বলেছেন: চোদন না খাইলে শোধন হয় না।
৫|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩
জাতির চাচা বলেছেন: আচ্ছা এই পার্থি যদি আজ আওয়ামী লীগের নেতা হতো যদি শাহবাগী চেতনার ধারক হতো তবে কি তার এতোগুলো দোষ খুজে পেতেন???
৬|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮
মদন বলেছেন: টকশো আপনি শুনেছেন? পার্থ কিন্তু সব ব্লগারের বিরুদ্ধে বলে নাই। বলেছে যারা নবী(স) বা সমাজের বিশিষ্টজনকে নোংরা ভাষায় আক্রমন করে তাদেরকে নিয়ে।
৭|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
সুমনদেশ বলেছেন: পার্থ যদি আজ আওয়ামী লীগে থাকতো তবে কী তার এতসব 'গুণ' হাজির করতেন? পার্থ যে শেখ হাসিনার আত্মীয় তা উল্লেখ করলেন না কেন?
আওয়ামী লীগ-বিএনপি-জাপা'তে পার্থের মত এমন 'গুণী' লোক থাকলে, এমন দুর্নীতি করলে তাদেরকে নিয়েও এমন পোস্ট দেওয়া আপনার কর্তব্য।
আওয়ামী লীগে কী পার্থের মত 'অবৈধভাবে' হাজার কোটি টাকার মালিক হওয়া লোক নেই?
৮|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯
বিডি আমিনুর বলেছেন: শাহবাগ থেকে খুব অল্প সময়ের মধ্যে ই ঘোষণা করা হবে -
প- তে পার্থ তুই রাজাকার ।
৯|
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
এস বাসার বলেছেন: পার্থ মালটারে বংগবন্ধু স্টেডিয়ামে আমৃত্য কান ধরে উঠ বস করার আদেশ দিচ্ছি!
১০|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: এতগুলি প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে, উত্তরগুলি আপনার জানা। সাথে উত্তরগুলি দিলেই পারতেন।
১১|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: সব দলের মাল একই জিনিস।
কি পার্থ আর কি জয়।
সবই পাপি।
১২|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
ইলুসন বলেছেন: কেউ একটু সুন্দর করে কথা বলতে পারলেই আমরা ভুলে যাই যে তার আগের কৃতকর্ম কি ছিল। এই পার্থকে নিয়ে সাথে আরো অনেক রাজনীতিবিদের ছেলে মেয়েকে নিয়ে একটা বিশাল বড় ব্লগ লেখা হয়েছিল অনেক বছর আগে। সেখানে সবাই থু থু ছিটিয়েছিল এই পার্থকে। তারপরে একদিন বাংলা ইংরেজি মিশিয়ে পার্থ সংসদে একটা বক্তৃতা দিল আর সে হিরো হয়ে গেল সবার কাছে। হায়রে মানুষ! কেউ আর জিজ্ঞেস করে না যে পার্থর বাবার এত টাকা কোথা থেকে আসল যে তাকে বিদেশ থেকে পড়িয়ে এনেছেন। পার্থ আগে এত কুকর্ম করল সেসবও সবাই ভুলে গেছে। সবার এখন মনে আছে পার্থ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তাই সে ভাল মানুষ!
১৩|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
িনষ্ঠুর বলেছেন: আমি প্রোগ্রাম টা নিজে দেখেছি উনি সব ব্লগারকে মীন করেন নাই এটা যারা প্রতিবাদ জানাচ্ছে তারাও জানে। ধর্ম বিদ্বেষীদের কথা বলেছেন উনি তারপরও কেন এরকম মিথ্যাচার???
১৪|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ইলুসন বলেছেন: কেউ একটু সুন্দর করে কথা বলতে পারলেই আমরা ভুলে যাই যে তার আগের কৃতকর্ম কি ছিল।
ইতিহাস থেকে শিক্ষা নেই না বলেই আমরা অশিক্ষিত।
১৫|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: @ একাকী বাংলাদেশি ....খালা কে?
১৬|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: সব দলের মাল একই জিনিস।
কি পার্থ আর কি জয়।
সবই পাপি।
তারেক / কোকো?
১৭|
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
সাইবার অভিযত্রী বলেছেন:
আমাদের বুঝতে অসুবিধা হয়না পার্থ যদি আজকে গনজাগরন স্টেজ এর পাশে দাড়াতো তাহলে এই ড্যাশিং পার্থই তারুন্যর রোল মডেল হয়ে যেত।
১৮|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
মো ঃ আবু সাঈদ বলেছেন: আচ্ছা এই পার্থি যদি আজ আওয়ামী লীগের নেতা হতো যদি শাহবাগী চেতনার ধারক হতো তবে কি তার এতোগুলো দোষ খুজে পেতেন??
১৯|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
মো ঃ আবু সাঈদ বলেছেন: ইলুসন -ভাই % পরিবার এখন বাংলাদেশ চালায় দেখন না খালি % ভাগাভাগি..
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১০
একাকী বাংলাদেশি বলেছেন: বাংলাদেশের সাধারন জনগনের বিশেষ একটি অংশই মনে করে যে অধিকাংশ রাজনীতিবিদ দের হাত পার্থর মতো নোংরা।কিন্তু তারপরেও যে পার্থর মতো রাজনীতিবিদ'রা রাজনীতি করতে পারে সেটা আমাদেরই ব্যার্থতা।
ভুলে গেলে চলবেনা পার্থার খালা কে? আর পার্থ যত কথাই বলুক খালা-কে কিন্তু সুকৌশলে এড়িয়ে যায়।
এবার আসি একটু ভিন্ন প্রসংগে। আজকে আন্দালিব এর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কথা বলার মোটিভ টা কি? জনগন যদি আজকে পার্থকে নিয়ে উল্লাসের মাতম তোলে তা নিয়ে আপনাদের মাথা ব্যাথা কেন? জনগন তো তাকে নিয়ে তখনই মাতম তুলেছে যখন সে জনগনের কথা বলেছে।জনগন তো আর তো তার ল্যান্ডক্রুজার গাড়ির জন্য মাতম তোলেনি। যখন কেউ এরকম দিনে দুপুরে ডাকাতির মতো শেয়ার বাজার কেলেংকারির কথা বলেনি তখন পার্থ জোরালো ভাষন দিয়েছে তাই জন গন তাকে গ্রহন করেছে। অন্যকেউ যদি বলতে পারতো তাহলে তাকে নিয়েও জনগন মাতম করতো।জনগন শুধু চায় কেউ তাদের হয়ে কথা বলুক।যেই কথা বলবে তাকেই জনগন মনে স্থান দিবে।
আমাদের বুঝতে অসুবিধা হয়না পার্থ যদি আজকে গনজাগরন স্টেজ এর পাশে দাড়াতো তাহলে এই ড্যাশিং পার্থই তারুন্যর রোল মডেল হয়ে যেত।
আর শেষে যেই ব্যাক্তির লিংক দিলেন কয়দিন আগে গোলাম মাওলা রনি কি বলেছিলো জানেন তো?