![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা এখনো জীবিত রয়েছেন যাদের চোখের সামনে তাদের পিতা কে হত্যা করা হয়েছে সাঈদির নেত্রিত্তে । ৪১ বছর অপেক্ষা করে রয়েছেন বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে । বিচার বিভাগের কাছে আবেদন সেই সকল যুদ্ধাপরাধীদের সর্বচ্চ শাস্তি দেওয়া হোক । যারা সেই সকল নরপশুদের বাঁচানর চেষ্টাই আছেন তারা কথা বলার আগে তাদের জীবনি জেনে বলবেন আজ তারা মুখশের আড়ালে থাকতে চাইলেও তা আর সম্ভব না কেননা আমি আপনি মিথ্যা বললেও যেই সন্তানের সামনে তার বাবাকে হত্যা করা হয়েছে সে নিশ্চয় মিথ্যা বলবেননা। যে সকল মুক্তিযোদ্ধা বেচেঁ আছেন তারা নিশ্চয় মিথ্যা বলবেন না । তাই এত সত্য আমরা উপেক্ষা করার কথা চিন্তাই করা যাইনা । কিন্তু এত সত্য জেনেও কিভাবে তারা সেই সকল নরপশুদের মুক্তি চাই আমি জানিনা । আসলে তারা মানুষ এটা মানা যাইনা । মানুষ হলে তাদের বিবেক এই হীন কাজ করতে বাধা দিতো । তাই আমরা কলঙ্ক মুক্ত , যুদ্ধাপরাধী মুক্ত দেশ চাই ।
আর আমি কোন রাজনীতি পছন্দ করিনা । আর জামাত তো নাই। যারা ৭১-এ আমাদের দেশের বিরুদ্ধে কথা বলেছে তাদের সুযোগ দেওয়ার কোন অবকাশ নেই । যেটা সত্য সেটাই বলি । কিছু মানুষ আছেন কিছু না বুঝেই হুযুকে চলে ।
আসলে সমস্যা ওখানেই সস্তা সম্মান কিংবা জনপ্রিয়তা কোনটাতেই আমি আগ্রহি নই তাই আসলে সোজা কথা বলতেই পছন্দ করি । কাওকে ইচ্ছা করে কখনই অপমান করার অভ্যাস নাই কিন্তু হুদাই কথা বললে প্রতিবাদ তো করবোই । সেটাকে অপমান ভাবলে আসলে কিছু করার নাই । আমি তো মানুষের সাথে সার্থ নিয়ে চলিনা তাই কাওকে তেল মারার সভাভ টাও নাই । নিজের বেস্ট টুকু সবাইকে দেওয়ার চেষ্টা করি । তাই ভুল বুঝাটা একান্ত আপনার বেপার । কিন্তু কারও ভুল ভাঙ্গানোর দায়িত্ত আমার না । সেই দায়িত্ত সময়ের হাতে । সময়-ই বলে দিবে কে ভুল আর কে সঠিক । তখন নাহই আবারও দেখা হবে বিজয়ে
আবারও আরেকবার বলতে চাই আমরা সবাই সঠিক বিচার চাই । এই বাংলাই কোন যুদ্ধাপরাধীর ঠাই নাই ।
©somewhere in net ltd.