নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকাব্য০০৭

অনুকাব্য

আমি একজন খুবই সাধারণ মানুষ। সশিক্ষায় শিক্ষিত হতে চাই। লেখা লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার ইচ্ছা আছে।

অনুকাব্য › বিস্তারিত পোস্টঃ

পরাণ পাখি "মা"

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৫১

"নায়ক ভিন্ন অন্য কারো জীবনের সাথে মিলে গেলে লেখককে দায়ী করা যাবে না।"
মায়ের প্রতি ভালবাসা বা সন্তানের প্রতি মায়ের ভালবাসা সৃষ্টিকর্তা প্রদত্ত। এই ভালবাসার জন্য বিশেষ কোন দিনক্ষণ লাগে না। শত শত কোটি মানুষের এই পৃথিবীতে দু'একটি ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই ভালবাসাও অনেকটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে Facebook এ মায়ের প্রতি ভালবাসার ঘুর্ণিঝড় লক্ষণীয়। সংবাদ মাধ্যমগুলো এব্যাপারে আরো কয়েক ধাপ এগিয়ে। "মা" দিবস নিয়ে বিশেষ আয়োজন থাকে প্রায় সব মাধ্যমেই। Facebook এ মা দিবসে মায়ের প্রতি ভালবাসার নানা নিদর্শন সরবে উপস্থিত। আজ-কাল বা আধুনিক কালের সন্তানরা মা'কে বলে- মাম, মাম্মি, আম্মি, আম্মু আরো কত কী। বাদশা বসে বসে ভাবে সেও তার মাকে মাম বা মাম্মি বলে ডাকবে। কিন্তু পারে না। কারণ অজপাড়া গাঁয়ে এসব একেবারেই অচল। এখানে সবাই মা'কে মা বলেই ডাকে। আর বাদশার মা এসব দিবস সম্পর্কে একেবারেই জানে না। তাই মা দিবস নিয়ে বাদশারও মাথা ব্যথা নেই। কারণ মাকে জড়িয়ে ধরে তোলা কোন সেলফিও তার কাছে নেই। প্রতিদিন একবার করে মায়ের সাথে ফোনে কথা বলাও তার অভ্যাসে পরিণত হয় নি। তার মায়ের কাছে একটি আনস্মার্ট মোবাইল থাকলেও নেহায়াত প্রয়োজন ছাড়া মাও তার সাথে কথা বলে না। পাছে বাদশার পড়া-লেখা বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটতে পারে এই ভয়ে। বাদশার প্রতি যে তার মায়ের ভালবাসা কত তীব্র এবং বাদশারও তাই সেটা কেউ কাউকে ঘুণাক্ষরেও বুঝতে দেয় না। বাদশার জীবনটা আর দশটা স্বচ্ছল পরিবারের সন্তানের মত নয়। খুব ছোট বেলা থেকেই দারিদ্র্য তাদের নিত্য সঙ্গী। অভাব-অনটনের মধ্যে দিনে এক বেলা খেয়ে বা না খেয়ে তাদের শৈশব অতিবাহিত হয়। এই কষ্টের সময়টাতে বাদশার মা কি পরিমাণ সংগ্রাম করে সন্তানদের আগলে রেখেছে তা শুধু বাদশারাই জানে। এমনও দিন গেছে পাতিলে অল্প কয়টা ভাত ছিল মা না খেয়ে সন্তানদের ভাগ করে খাইয়েছেন। এসব কথা মনে উঠলেই বাদশার চোখ ভিজে যায়। মায়ের প্রতি ভালবাসা লক্ষ-কোটি গুণ বেড়ে যায়। তখন বাদশার ভিতর থেকে চিতকার করে আওয়াজ বের হয়- মা তোমার প্রতি ভালবাসার জন্য আমার কোন দিবস লাগবে না। আমার কাছে প্রতিদিনই মা দিবস। আমি তোমাকে অনেক ভালবাসি মা। বলতে বলতেই বাদশার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। সে আর লিখতে পারে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: ভালো লাগলো

২| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: কি হাবিজাবি লিখেছেন ??!!!

৩| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

ওমেরা বলেছেন: মাকে ভালবাসতে দিবস লাগে না এটা সত্য তবে মা দিবস মানে এটা না এই একটা দিনই মাকে ভালবাসি । মা যেমন সন্তানকে ভালবাসে সন্তানও তেমনই ভালবাসে অন্তরে এটা সব সময়ই থাকে মাও সন্তানের। সেটাকেই একটা বিশেষ ভাবে স্মরন করেই মা দিবস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.