![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পৌষ তোরে জড়িয়ে নেবে
হিমেল চাদর পরে,
আজ রৌদ্র তোরে চুমু দেবে
কোমল দু'গাল ভরে।
আজ পুষ্পরাজি নতুন সাজে
সাজবে মনের সুখে,
আজ বৃক্ষরাজি পত্র ফেলে
মাতবে বনের বুকে।
আজ পাখ-পাখালী কলরবে
রইবে মাতোয়ারা,
আজ গাছ-গাছালির শাঁ শাঁ রবে
দুলবে বসুন্ধরা।
আজ উদাসী মেলবে ডানা
মুক্ত আকাশ পানে,
আজ রাখালী পাল ছুটাবে
বাঁশির সুরে গানে।
আজ শিশির ভেজা তরুলতায়
ফুটবে নতুন কলি,
আজ অরুণ জেগে দেখবে ধরায়
রং-বেরং এর তুলি।
আজ তারকারাজি লুকোচুরি
খেলবে গগনপরে,
আজ হংসিরাও কানামাছি
খেলবে পুকুর জলে।
আজ নায়ের মাঝি পাল উড়িয়ে
চলবে হাওয়ার তালে,
আজ সাগর বুঝি উঠবে নেচে
মনের দুঃখ ভুলে।
আজ বসুন্ধরা হবে রাঙা
পুষ্প ও পল্লবে,
আজ চখা-চখি মিলন মেলার
আয়োজনে রবে।
©somewhere in net ltd.