![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এস
দরজাটা খোলা-ই আছে,
আমি থাকি বা না থাকি
জানালার পাশে,
তুমি এস,
নিঃসংকোচে বস ড্রয়িং রুমে
সোফার হাতলে হাত রেখে
অথবা কুশন কোলে।
আমি আসব, বসব,
মুখোমুখি হব দুজনে।
অফিসেও আসতে পার।
বাড়তি চেয়ার রাখা হবে
এয়ার কুলার তো আছেই।
কথা বলব কাজের ফাঁকে,
চা-কফির চুমুকে চুমুকে,
দুজন টেবিলের দুপাশে
চোখে চোখ রেখে।
নাকি আসবে কোন পার্কে?
বসব কোন বেঞ্চিতে
অথবা ঘাসের উপর
কোন ছায়াদার গাছ দেখে
অথবা ঝোপের আড়ালে।
বাদামের খোসা ছড়াব
কোলে মাথা রেখে।
কল্পে-গল্পে সন্ধ্যা হবে,
জোনাকিরা আলো দিবে,
চাঁদের আলো থাক বা না থাক
অন্ধ হব তোমার রূপে।
স্নিগ্ধ চুলে হাত বুলিয়ে
বুকের কাছে কানটা পেতে
শুনব তোমার ফিসফিসানি
নিবীড় আলিঙ্গনে।
©somewhere in net ltd.