নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ বলেছে যাব যাব

মেঘ বলেছে যাব যাব

মুহাম্মাদ মাসুম বিল্লাহ

ধন ধান্য পুস্পে ভরা আমাদের বসুন্ধরাকে ভালোবাসি

মুহাম্মাদ মাসুম বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ব্রেনের এই ১১টি তথ্য জানেন কি?

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩



১.খায় বেশি কিন্তু ওজন কম!
একটি স্বাভাবিক মানব মস্তিষ্কের ওজন পুরো দেহের ওজনের মাত্র ২ শতাংশ। কিন্তু মস্তিষ্ক দেহের পুরো শক্তি ও অক্সিজেনের ২০ শতাংশ একাই ভোগ করে।

২. মস্তিষ্কের প্রায় পুরোটাই পানি
মস্তিষ্কের প্রায় ৭৩ ভাগই পানি। আপনার মনোযোগ, স্মৃতি সংরক্ষণ ও জ্ঞানীয় কর্মকাণ্ডের জন্য এটি মাত্র ২ শতাংশ জলবিয়োজন ঘটায়।

৩. মস্তিষ্কের ওজন কত?

একটি স্বাভাবিক মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। ওজনের ৬০ ভাগই চর্বি। মানবদেহের সবচেয়ে বেশি চর্বিযুক্ত অঙ্গ হল মস্তিষ্ক। দেহের ২০-২৫ শতাংশ কোলেস্টেরল থাকে মস্তিষ্কে। কোলেস্টেরল এর ঘাটতি থাকলে ব্রেন কোষ মারা যায়।
৪. মস্তিষ্কের কোষের সংখ্যা শুনে ভড়কে যাবেন না তো!
মস্তিষ্কে ৮৬ বিলিয়ন পর্যন্ত কোষ থাকতে পারে

৫. নিউরোনের ক্ষমতার কাছে সুপার কম্পিউটারও অসহায়!

এক একটি নিউরন প্রতি সেকেন্ডে ১ হাজারের বেশি সিগন্যাল পাঠাতে পারে এবং ১০ হাজারেরও বেশি নিউরন কোষের সাথে যোগাযোগ করতে পারে। শস্য দানা পরিমাণ এক টুকরো ব্রেন-কোষে ১ লাখের মতো নিউরন এবং ১ বিলিয়ন সাইন্যাপস থাকে, এরা একে অপরের সাথে যোগাযোগ করতেই থাকে।
ছবিসহ বিস্তারিত পড়ুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.