| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতি ইন্টারন্যাশনাল
ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই.
ফ্রিল্যান্সিং নামক স্বাধীন পেশায় ক্যারিয়ার গড়ার গাইডলাইন বিষয়ক বইটির ই-সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটিতে ফ্রিল্যান্স হিসাবে ক্যারিয়ার গড়ার সুযোগ, করণীয়, মার্কেট প্লেসের তথ্য, কাজের ট্রেন্ড, সফলতার গল্প এবং সফলদের পরামর্শ ছাড়াও পূর্ণাঙ্গ ফ্রিল্যান্সিং গাইডলাইন দেওয়া আছে।
সফল ফ্রিল্যান্সাররাই নিজ অভিজ্ঞতা থেকে বইটির কনটেন্ট লিখেছেন। সম্পাদনা করেছেন ডেভসটিমের প্রধান নির্বাহী আল-আমিন কবির।
ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় মার্কেট প্লেস ওডেস্কের ভাইস সহ-সভাপতি ম্যাট কুপার। আন্তর্জাতিক বিপণন প্রধান অ্যালি রাসেল। ফ্রিল্যান্স ক্যারিয়ার বইটি আগ্রহীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আল-আমিন কবির জানান, ফ্রিল্যান্স আউটসোর্সিং নিয়ে সচেতনতা তৈরি এবং নতুনদের এক্ষেত্রে ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার লক্ষ্য নিয়ে ফ্রিল্যান্স ক্যারিয়ার নামের এ ফ্রিল্যান্সিং রিসোর্স বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।
এরই মধ্যে বইটির প্রিন্ট সংস্করণ বিতরণ শেষ হয়েছে। সাধারণ পাঠকদের আগ্রহ থাকায় বইটির ই-বুক সংস্করণ (http://bit.ly/downloadfreelancecareer) এ ঠিকানায় অবমুক্ত করা হয়েছে। এ লিঙ্ক থেকে বইটি বিনামূল্যে ডাইনলোড করা যাবে।
©somewhere in net ltd.