নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার স্বাধীনতায় বিশ্বাস করি।

আমি সত্যে অবিচল।

আনোয়ার আলী

যত অপ্রিয়ই হোক, সত্য বলতে আমি দ্বিধা করি না। আমি সদাই সত্যে অবিচল। অন্যের কাছে থেকে কিছু জানা আমার শখ।

আনোয়ার আলী › বিস্তারিত পোস্টঃ

পারিবারিক সহিংসতা বিষয়ক কর্মশালা: কিছু প্রস্তাব

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ জাতীয় সংসদে পাশ হয়েছে ২ বৎসর আগে। কিন্তু এখনো তা কার্যকর করার গেজেট নোটিফিকেশন হয়নি। এর রুলসও এখনো হয়নি। কিন্তু ইতিমধ্যেই সারা দেশে বেশ কিছু মামলা হয়েছে এ আইনে, যদিও আইনের বিধানমতে এইসব মামলা চলে না।

আইনে অত্যন্ত মহৎ উদ্দেশ্যে এর আপীল সি.এম.এম পর্যন্ত নির্ধারণ করে দেয়া হয়েছে, যাতে দরিদ্র মানুষকে উচ্চাদালত পর্যন্ত যেতে না হয়। উদ্দেশ্যটি মহৎ কোন সন্দেহ নেই। কিন্তু এ বিষয়টি এখানে বিবেচনা করা হয়নি যে, সি.এম.এম নিজেই একটি আমলী আদালত। তার অধীনস্ত আদালতগুলোও সি.এম.এম-এর ক্ষমতায় (এজ সি.এম.এম) কাজ করে। তাহলে, যে আদালতে মামলা দায়ের হবে এবং বিচার হবে, সেই আদালতেই কিভাবে আপীল হবে ?



‘পারিবারিক সহিংসতা পর্যবেক্ষণ কর্মশালা’ শীর্ষক এক কর্মশালা আগামী ২মার্চ ঢাকার এলজিইডি ভবনে অনুষ্ঠিত হবে বলে জানতে পেরেছি। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্যে প্রস্তাবটি রাখলাম।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.