|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গতকাল ১ বছর পূর্ণ হল আবরার আমীন কাজী সাদাতের। একমাত্র পুত্র সন্তানের জন
¥দিন একটু অন্যভাবে পালন করলো তার পরিবার। এই শিশুর জন্মবার্ষিকীতে আশপাশের 
শিশুদের নিমন্ত্রন করা হয়। খুদে আমন্ত্রিতরা দাওয়াত পেয়ে হাজির যথা সময়ে। আর 
ওদের নিয়েই পালন করা হয় জন্মদিনের সব আয়োজন।
সাদাতের পিতা ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সাধারন সম্পাদক কাজী আনিসুর 
রহমান ও মা এডভোকেট অজুফা বেগম পুতুল। তারা জানান, সমাজের বঞ্চিত 
শিশুদের কথা চিন্তা করেই ঘটা করে সন্তানের জন্ম দিন পালন করিনি। এ সময় সš
—ানের জন্য সবার দোয়া চান এই দম্পতি। একমাত্র আদরের ভাইয়ের জন্য দোয়া 
চেয়েছেন দুই বোন কাজী সামিয়া রহমান ও কাজী সাদিয়া রহমান অনন্যা।
 ২ টি
    	২ টি    	 +২/-০
    	+২/-০২|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০০
০৪ ঠা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০০
আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:৪০
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: ওদের জন্য দোয়া ও আদর রইল 
   
  