|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রতি বছর ঈদুল ফিতরের আগে যাকাত দেয়ার রীতি চলে আসছে বহু কাল থেকে। ধনীদের কেউ নগদ টাকা কেউ আবার বস্ত্র বিতরন করে গরীবের মাঝে। তবে শোনা যায় সঠিক হারে যাকাতের টাকা দেয় না অধিকাংশ যাকাত দাতা। আমাদের দেশে যাকাত হিসেবে বস্ত্র দানকে বেশী প্রাধান্য দেয়া হয়। প্রশ্ন রয়েছে বস্ত্রের মান নিয়ে। বেশীর ভাগ যাকাত দাতা সবচেয়ে কম দামের বস্ত্রটি গরীবের যাকাতের জন্য কিনে আনে। সাধারনত সব সময় যে বস্ত্র মানুষ পরিধান করে তার তুলনায় যাকাতের বস্ত্রকে আলাদা ধরার একটা মানসিকতা আছে আমাদের মাঝে। যাকাত গরীবের জন্য তা কম দামী, নিম্ন মানের বস্ত্র হবে এমনটা ভেবে থাকেন প্রায় সবাই। যাকাতের নিম্ন মানের বস্ত্র বিক্রির জন্যও আলাদাভাবে বিজ্ঞাপন দেয় বিক্রেতারা। বড় বড় করে লেখা থাকে ‘ এখানে যাকাতের কাপড় পাওয়া যায়’। যেন যাকাতের কাপড় ভিন্ন কোন গ্রহ থেকে আনা হয়।
বাঙ্গালী নারীদের সবচেয়ে প্রিয় পোশাক শাড়ি বা কাপড়। সাধারনত লম্বায় তা ১২ হাত হয়। তবে যাকাতের জন্য বিক্রি করা কাপড় থাকে ১০ হাতের কম। গত বছর বা তারও আগে ওই রকম যাকাতের কাপড় পাওয়া কয়েকজন মহিলার সাথে আলাপ করে জানা গেল, নিম্নমানের এই কাপড়গুলো একবার ধোয়ার পর তা আরো খাটো হয়ে যায়। অনেক ক্ষেত্রে রঙ উঠে গিয়ে ভিন্ন রঙে রুপ নেয় তা। সেই কাপড় পরে রাস্তাঘাটে অনেকে ভিক্ষা করে কেউ আবার নানা কাজ করে। আটসাট কাপড়টি তখন তাকে সুরক্ষা দিতে পারে না। ছওয়াবের আশায় একজন নারীকে যে কাপড় দান করা হল তা কতটুকু কাজে লাগবে তা ভাবা উচিত যাকাত দাতাদের।
মার্কেটগুলোতে ঘুরে দেখা গেল অধিকাংশ যাকাতের কাপড় ১ শ’ ৭০ থেকে ২ শ’ টাকায় বিক্রি হচ্ছে। দেদারছে তা কিনে নিয়ে গরীবকে দিচ্ছেন। প্রশ্ন রইল সেই সব যাকাত দাতাদের কাছে, আপনি নিজে কি এই কাপড় আপনার স্ত্রী, মা, বোনদের উপহার দিতে পারবেন ? এক দোকানী জানালো, আড়াই শ’ থেকে ৩ শ’ টাকা দামের যে কাপড় বিক্রি হয় তা তুলনামূকভাবে ভাল। পুরোপুরি ১২ হাতের এই কাপড় মধ্যবিত্ত সমাজে সব সময় ব্যবহার হয়। অনেক যাকাত দাতা এই কাপড় কিনে তা গরীবকে দেন। 
লক্ষ্য করলে দেখা যায়, নিম্নমানের কাপড়ের চেয়ে ভাল মানের কাপড়ের দামে খুব বেশী তফাৎ নেই। একই অবস্থা লুঙ্গী, পাঞ্জাবীসহ অন্যসব বস্ত্রের বেলায়ও। একজন গরীব মানুষ ঈদ উপলক্ষে একটি বস্ত্র পাওয়ার আশায় ধনীদের বাড়িতে অনেকবার ঢু মারে। কত কাকুতি করে বলে ‘ সব সময় দেন আমারে এবারেও একটা কাপড় দিয়েন’ কেউবা বলে ‘ গতবার পাই নাই এবার কিন্তু দিবেন’। এরপর যেদিন দেয়া হয় সেদিন আবার সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে রোদে পুড়ে বেলা শেষে  একটি বস্ত্র জুটে, কারো হয়তো জুটে না। সেই বস্ত্রটি যদি ভাল মানের না হয় তবে কি লাভ এই লোক দেখানো দান করে। 
আসুন সবাই ওয়াদা করি যাকাতের বস্ত্র ভাল মানের দিব নিম্ন মানের নয়। এতে করে যাকাতের কাপড় বলে কোন দোকানে আলাদা সাইনবোর্ড লাগাতে হবে না।
 
 ১৪ টি
    	১৪ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:২০
০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:২০
আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ।
৩|  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৩২
০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৩২
খাটাস বলেছেন: খুব দরকারি পোস্ট, দায় সাড়ার জন্য যাকাত আদায় করতে চাইলে যাকাত দেয়ার ই দরকার নাই। 
সবাই ওয়াদা করি যাকাতের বস্ত্র ভাল মানের দিব নিম্ন মানের নয়।
পোস্টে প্লাস। অনেক ধন্যবাদ ভাই- এত সুন্দর পোষ্টের জন্য । ভাল থাকবেন।
  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৪৯
০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৪৯
আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকেন।
৪|  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৪৯
০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: যাকাত দিলে শরীয়ত অনুযায়ী দিতে হবে। নাহলে পরিপূর্ণ ভাবে যাকাত আদায় হবে না ।
  ০৩ রা আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
০৩ রা আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
আনোয়ার ভাই বলেছেন: শরীয়ত অনুযায়ী দিতে হবে
৫|  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ১০:০১
০২ রা আগস্ট, ২০১৩  রাত ১০:০১
মোমেরমানুষ৭১ বলেছেন: এখানে যাকাতের কাপড় পাওয়া যায়
এটাই আমাদের মানসিকতাকে ছো্ট করে ফেলেছে
  ০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৯:১৪
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৯:১৪
আনোয়ার ভাই বলেছেন: এটাই আমাদের মানসিকতাকে ছো্ট করে
৬|  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ১০:৩৩
০২ রা আগস্ট, ২০১৩  রাত ১০:৩৩
সোচ্চার বলেছেন: যাকাত আদায় করতে হলে তা নগদ টাকায় আদায় করতে হবে। অন্য কিছু দিয়ে নয়। কিন্তু অনেকে নিজের নাম প্রচারের জন্য যাকাত নামক নাটক করে।
৭|  ০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৪৩
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ৯:৪৩
আনোয়ার ভাই বলেছেন: অনেকে নিজের নাম প্রচারের জন্য যাকাত নামক নাটক করে।
৮|  ০৩ রা আগস্ট, ২০১৩  রাত ১০:৫৩
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ১০:৫৩
এম ই জাভেদ বলেছেন: দেশের সকল সামর্থ্য বান লোক ঠিকমত যাকাত দিলে গরীবের সংখ্যা কমে যেত বহু গুন। 
অনেকেই আয়কর ফাঁকি দেয়ার মত বছর শেষে যাকাত ফাঁকি দেয়ার চেষ্টা করেন বিভিন্ন ভাবে। এটা মোটেও কাম্য নয়। 
  ০৪ ঠা আগস্ট, ২০১৩  রাত ৮:৩৭
০৪ ঠা আগস্ট, ২০১৩  রাত ৮:৩৭
আনোয়ার ভাই বলেছেন: ঠিকমত যাকাত দিলে গরীবের সংখ্যা কমে যেত বহু গুন।
৯|  ০৩ রা আগস্ট, ২০১৩  রাত ১১:০৯
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ১১:০৯
মামুinসামু বলেছেন: যাকাত দিতে হলে নগদ টাকা ই দিতে হবে
  ০৪ ঠা আগস্ট, ২০১৩  রাত ৯:২৪
০৪ ঠা আগস্ট, ২০১৩  রাত ৯:২৪
আনোয়ার ভাই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:১৮
০২ রা আগস্ট, ২০১৩  রাত ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: দান করা বা যাকাত দেওয়া ফরজ
সেটা নিয়ে খামখেয়ালি পনা উচিত নয়
ধন্যবাদ পোস্টে