| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম যদি কোন মহাপরিকল্পনা হয় তবে তাঁর বাস্তবায়ন জীবনের মধ্য দিয়ে। আমার চিন্তা হল আমি পৃথিবীতে আসার আগেই পৃথিবিতে ধর্ম ছিল। কাজেই আমার অস্তিত্তের আগেই যার বিরাজ তাকে আমি আমার অস্তিত্তের চাইতে কম গুরুত্বপূর্ণ মনে করব কি করে? জীবনের সাথে ধর্মের শত্রুতা যেমন হতে পারে মিত্রতাও হতে পারে। যে ধার্মিক সে ধর্মকে বন্ধু মনে করে। কাজেই বন্ধুর জন্য সে জীবন বিসর্জন দিতেও দ্বিধা করে না। জীবন যদি অস্তিত্ত হয় ধর্ম অস্তিত্তের বিবরন। আমি আসবার আগেই আমার অস্তিত্ত কাম্য ছিল। তখন চিন্তা ছিল চেতনা ছিল সেখানে ধর্ম ছিল। এখানে কোনটা মুখ্য কোনটা গৌণ সেটা ভাবার দরকার যতটা তার চাইতে এটা বুঝা জরুরি যে এক ভিন্ন অন্যের অস্তিত্ত বাস্তব কিনা। কোন প্রেক্ষাপটে তা বাস্তব বা কোথায় তা বাস্তব। আর আমি কোথায় আছি। যারা ধর্ম কে প্রশ্নবিদ্ধ করে এবং এর অপ্রয়োজনীয়তা দাবি করে তারা এর অস্তিত্ত কে অস্বীকার করতে পারলে প্রশ্ন গুলো করতোনা। ব্যাপারটা হল ধর্ম আছে ধর্ম থাকবে আর সে কারনেই একে নিয়ে প্রশ্ন ও থাকবে।
©somewhere in net ltd.