নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইেন মাটি কাটি, সেই মাটিতে ঘর বানাই। মাটির ঘর।\nফেসবুকে আমি : https://www.facebook.com/itshikkha

এম এ আউয়াল

অনলাইেন মাটি কাটি, সেই মাটিতে ঘর বানাই। মাটির ঘর।

এম এ আউয়াল › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকে আয়, স্পাম পোষ্ট ও বাস্তবতা

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৮

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । যার জন্য এই পোষ্টটি লিখতে বসা তা ফেইসবুকে আয়, স্পাম পোষ্ট ও বাস্তবতা। ইদানিং ফেইসবুক খুললেই দেখা যায় বিভিন্ন ধরনের স্পাম পোষ্ট। পোষ্ট গুলো যথারীতি হাস্যকর। পোষ্টগুলোর ভাষা অনেকটা এই ধরনের

"আজ আমি সর্বপ্রথম ফেইসবুক থেকে ৫০০ টাকা ইনকাম করলাম। সবাই বলে ফেইসবুক থেকে ইনকাম করা যায়। আজকে আমি আয় করতে পারলাম!!!! এই মাত্র আমি মোবাইল রিচার্জ পেলাম। মাত্র ৮-১০ মিনিটেঈ। বিশ্বাস না হয়, নিজেই ৫০০ টাকা পেয়ে দেখুন.. এখানে যান "



কেন এই স্পামিং পোষ্ট। তারা কেন স্প্যামিং পোষ্ট করে তার অনেক কারণ থাকতে পারে। আমি ব্যাক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তাদের মতামত অনুসার যে কয়েকটি কারণ খুজে পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম

১. অধিকাংশ ব্যাক্তি না জেনেই এই ধরনের পোষ্ট শেয়ার করে । প্রথমে না জেনে এই সব ভুয়া সাইটে ভিজিট করে । ভিজিট করার পর তাদেরকে দিয়ে ৩/৪ টা পেইজে লাইক দেওয়ানো হয়। যখনই পেমেন্ট অপশনে ক্লিক করেন তিনি উনাকে বলা হয় নিচের স্ট্যাটাসটি ৫/১০ টি গ্রুপে শেয়ার করুন শেয়ার করে লিংকটি এখানে দিন । তাহলেই পেমেন্ট পেয়ে যাবেন। সেই টাকার লোভে স্পামিং করেন ।

২. এই ধরনের সাইটের মালিকরা আরও একটু এগিয়ে। ভিজিটরকে দিয়ে তো পেইজের লাইক দেওয়াই এবং ভিজিটরের অগোচরে তার অ্যাকাউন্টে একটি অ্যাপস প্রবেশ করিয়ে দেয়। যা দিয়ে বিভিন্ন গ্রুপ, চ্যাট এ অটোমেটিক নির্ধারিত মেসেজটি পাবলিশড হয়ে যায়।

বাস্তবিকই এই ধরনের কোন সাইটই টাকা দেয় না। টাকা আয় কি এত সোজা। টাকা আয় করতে গেলে পরিশ্রমের প্রয়োজন হয়্। আর যদি আসলেই টাকা দিত তবে তিনি স্প্যামিং করার সুযোগ পেতেন না। টাকা আয় নিয়েই ব্যস্ত থাকতেন। আর আমিও এখানে লিখতাম না । ফেইসবুকে ৭/৮ মিনিটে ৫০০ টাকা আয় করে কোটিপতি হতাম ১ সাপ্তাহে । এই সব সাইটে প্রবেশের মাধ্যমে আপনার মুল্যবান ফেইসবুক অ্যাকাউন্টটি চিরতরে হারাতে পারেন । তাই আজই সতর্ক হোন। এই ধরনের সাইটগুলো মুলত হ্যাকারদের পেতে রাখা ফাদ

এবার আসি অনলাইনে আয় নিয়ে। হ্যা এটি সত্যি ফেইসবুকের মাধ্যমে আয় করা সম্ভব। কিন্তু পদ্ধতিটা ঠিক এতটা সোজা নয়। আপনি ভাল করে লক্ষ্য করলে দেখবেন আপনার লাইক করা পেইজের মধ্যে অনেকেই ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রয় করছে। কেউ অ্যাফিলিয়েটিং করছে, কেউ তার ওয়েবসাইটে ভিজিটর বাড়াচ্ছে।আবার কেউ বা ফেইসবুকে লাইক বাড়াচ্ছে। ফেইসবুকে আয় করতে হলে আপনাকে আগে জানতে হবে কি কি উপায়ে আয় করা যায়। অধিকাংশই ফেইসবুকে যা করা যায় তা হচ্ছে মার্কেটিং। অনলাইনে আয় এতটি সোজা কোন কিছু নয়। অনলাইনে আয় বিষয়ে জানতে চাইল ভিজিট করতে পারেনঅনলাইনে আয় করার ২৫ টি জনপ্রিয় উপায়

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৫

প্লাবন২০০৩ বলেছেন: সময়োপযোগী তথ্যের জন্য ধন্যবাদ। আপনার দেয়া লিঙ্কটি বুকমার্ক করে রাখলাম। সেই সাথে আপনাকে একটি +

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

এম এ আউয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভাল তথ্য,
অনেক ভাল লেগেছে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালও থাকবেন।

৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৩

নবাব চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা এরকম একটা পোস্ট দেয়ার জন্য,আমি একটা হেল্প চাইবো।
ইদানীং আমার সেল-ফোনে প্রায়শই একটা কল আসে যাতে লেখা থাকে unknown আর কিছুই না যখন রিসিভড করি তখন কিছু শুনা যায়না এমনকি এটাও বুঝা যায়না আদৌ কেউ ওপাশে আছেন কিনা।
বের করতে পারার কোনো উপায় আছে কী নাম্বারটা কী?অথবা এটা বন্ধ করার কী কোনো উপায় আছে?জানালে উপকৃত হবো।ভালো থাকবেন।

৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

নতুন বলেছেন: @ নবাব চৌধুরী বলেছেন:

কলিং সফটওয়ার ব্যবহার করে ইন্টারনে বা ফোন থেকে কল করলে এমন হতে পারে।

বিদেশ থেকে হয়তো কেউ আপনাকে ফোনকরার চেস্টা করছে। অথবা মজা নিতেছে।

আবার কিছু নম্বর আছে সেইগুলি রিসিভ করলে টাকা কেটে নেবে।

৫| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে অন্য সাইট দেখার লিংকটি সরিয়ে নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.