![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইেন মাটি কাটি, সেই মাটিতে ঘর বানাই। মাটির ঘর।
কলেজের এনট্রান্স পরীক্ষায় ফেল করেছেন , কেএফসি সহ কয়েক ডজন চাকুরিতে রিজেক্টেড হয়েছেন , মাসে ১২ ডলার বেতনে চাকুরি করেছেন, ১৯৯৫ সালে ইন্টারনেটের সাথে পরিচয় ঘটে । প্রথম সার্চ দেন "Bear" লিখে। সার্চ ফলাফলে চাইনিস ভাল্লুকের ছবি দেখে সিদ্ধান্ত নেন অনলাইনে একটা কোম্পানি করবেন । প্রথম ২ টি প্রচেষ্টা ফেইল । তারপর আসে "আলিবাবা"। এখন চায়নার সবচেয়ে ধনীদের একজন। তিনি জ্যাক মা
হাভার্ডের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার পর আবার হাভার্ড বিশ্ববিদ্যালয় ডকটরেট ডিগ্রীর জন্য তাকে ডাকা হয় । তখন তিনি বলেন "I'm a bad influence. That's why I was invited to speak at your graduation। এই ব্যাক্তি আর কেউ নয় - বিলগেটস।
স্টিভ জবসের কথা কম বেশী সবারই জানা।
তারা সফল আপনি না কেন ? তাদের সাথে আপনার পার্খক্য কি ? হাত পা নাক মুখ কোনটাই আপনার চেয়ে তাদের বেশী নেই । তাহলে পার্থক্যটা কোথায় ?
বড় পার্থক্য তারা স্বপ্ন দেখতে পেরেছে আপনি পারেন নি । আমরা মাইক্রোসফটে , আলিবাবা, অ্যামাজনে জব করার স্বপ্ন দেখতে পারি কিন্তু মালিক হওয়ার স্বপ্ন দেখতে পারি না ।
বড় স্বপ্ন দেখুন, আমাদের দেশেও বিল গেটস, স্টিভ জবস কিংবা জ্যাক মা এর চেয়েও বিখ্যাত কেউ আসুক এই কামনা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
এম এ আউয়াল বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: বড় স্বপ্ন নেই তাই, বিল গেটস, জ্যাক মা, স্টিভ জবসরা ও বাংলাদেশে নাই, একদিন হবে। তারা একদিনে হয় নাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
এম এ আউয়াল বলেছেন: যার হয় একিদেনই হয় , যার হয় না সারাজীবেনও হয় না
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাদের সাথে আমাদের বড় পার্থক্য হলো মগজে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
এম এ আউয়াল বলেছেন: আমার মনে হয় চিন্তায়
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
মহা সমন্বয় বলেছেন: তারা সফল আপনি না কেন ? তাদের সাথে আপনার পার্খক্য কি ? হাত পা নাক মুখ কোনটাই আপনার চেয়ে তাদের বেশী নেই । তাহলে পার্থক্যটা কোথায় ?
তাই তো!!! আজকে থেকেই ঝাঁপিয়ে পরতে হবে।
আসলে হয়েছি কি? পোষ্টটি পড়ে নতুন করে ইন্সপায়ার্ড হলাম।
ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
এম এ আউয়াল বলেছেন: ঝাপায় না পড়ে লাফাইয়া পড়েেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
রাসায়নিক প্রানী বলেছেন: ইনশাল্লাহ