![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইেন মাটি কাটি, সেই মাটিতে ঘর বানাই। মাটির ঘর।
Failure is the pillar of Success. এই বাক্যগুলো শুনতে শুনতে কান পচে গেছে। বাস্তবতাকে আমরা কেউ মানতে নারাজ । এখন আর একবার এই বাক্যটা শুনার পর নিশ্চিত কানের মধ্যে আর একটু ..... হুম আর একবার ... আর একটু
জিনিয়াস প্রতিশব্দ হিসাবে আলবার্ট আইনস্টাইনের নাম এখন প্রায়ই উচ্চারিত হয় । অথচ এই লোকটাই ৪ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারে নি , ৭ বছর বয়স পর্যন্ত তার বাবা মা আর স্কুলের শিক্ষকরা স্কুলে ভর্তি করান নি কারণ তাকে মানসিক প্রতিবন্ধী ভাবা হত ।
ক্যামব্রীজের নিউটন আজকে বিখ্যাত কিন্তু প্রথমে তাকে স্কুলে না পাঠিয়ে খামারের দায়িত্ব দেওয়া হয়েছিল।
রবার্ট স্টেনবার্গ প্রথম সাইকোলজির পরীক্ষায় সি গ্রেড পেয়েছিলেন আর সেই স্টেনবার্গই অ্যামেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলেন।
বাল্ব আবিষ্কারে ১০০০ বার ব্যার্থ হওয়া এডিসনের কথা আমরা সবাই জানি ।
৬২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ছিলেন তাও যুক্তরাজ্যের । অথচ এই ব্যক্তি ক্লাস ৬ এ ফেইল, অসংখ্য বার রাজনীতিতে ফেইল করেছেন উইনস্টোন চার্চিল।আব্রাহাম লিংকনের কথা সবারই জানা।
সিডনি পয়েটার যখন প্রথম অডিশনে যান তখন ডিরেক্টর বলেছিলেন শুধু শুধু মানুষের সময় নষ্ট না করতে তারচেয়ে ভাল থালা বাসন মাজা। ঠিক শুনেছেন ডিরেক্টর অপমান করেছিলেন বলেছিলেন go out and become a dishwasher or something?। আর তিনিই নিয়ে আসেনে অস্কার।
স্টিফেন কিং প্রথম বই প্রকাশের জন্য ৩০ বার রিজেক্টেড হয়েছেন শেষ পর্যন্ত তার বইটি ডাষ্টবিনে ছুড়ে ফেলা হয়েছিল । ডাষ্টবিন থেকে কুডিয়ে বইটি আবার সাবমিট করার পর তাই বইটি হয়েছিল সেরা বিক্রিত বই এর একটি ।
একাত্তরকে নিয়ে জর্জ হ্যারিশন আর রবি সংকর এর যৌথ উদ্যেগে বাংলাদেশ কনসার্টের Bangladesh গানটি এখনো প্রানে বাজে। আর তাদের গান ই কোন স্টুডিও রেকর্ড করতে চায় নি।
আপাত দৃষ্টিতে ব্যার্থ আইনস্টাইন, নিউটন, স্টেনবার্গ , এডিসন,হ্যারিশন , স্টিফেন কিং, চার্চিল সবাই প্রথমবার সফল। কারণ তারা সফলতার মুলমন্ত্র খুজে পেয়েছিলেন তাদের ব্যর্থতায় ।
শেষ একটা কখাই বলি : No Pain , No gain
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এম এ আউয়াল বলেছেন: মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে সুর্য হাসে
ভবিষ্যতে হয়ত আপনাকে সফল মানুষদের তালিকায় পেতে যাচ্ছি । আশায় আছি
২| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
অঘোষিত পন্ডিত বলেছেন: খুব ভাল লাগল।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
এম এ আউয়াল বলেছেন: আপনার ভাল লাগায় আমার স্বার্থকতা । ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
বিজন রয় বলেছেন: আমি খুব বিপদে আছি। হাতে কোন টাকা পয়সা নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সে্নসেটিভ শিমুল বলেছেন: I am feeling the pain .