নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

apacer

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

মোঃ শাহাদত হোসেন

আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।

মোঃ শাহাদত হোসেন › বিস্তারিত পোস্টঃ

তুমি

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

তুমি

||♥শাহাদত হোসেন♥||



তুমি আমায় ডেকেছিলে

ছুটির নিমন্ত্রণে

মধুর আবেশ ছড়িয়ে গেল

সারা দেহ মনে।

মন যে নাচে চকচকে চোখ

নাচে রক্ত ধারা

অনুরণন লাগে বুকে

জাগে খুশির ফোয়ারা।

পূর্ণ চাঁদের আলো যেমন

স্নিগ্ধ শোভা দেয়

তোমার রূপের আলো তেমন

ছড়ায় জগতময়।

মিষ্টি করে হাস যখন

হাজার গোলাপ ফোটে

কালো চুলে হাওয়া লেগে

সাগরে ঢেউ উঠে।

অনেক বেলা পার হলো যে

আসবে তুমি বলে

তোমার স্মৃতির পরশখানি

মাতাল করে তোলে।

হলো না যে তোমায় পাওয়া

শুষ্ক দেহ মন

আবার কবে ডাকবে তুমি

আমার আপনজন।



০৭ ডিসেম্বর ২০১৩

আব্দুলপুর, লালপুর, নাটোর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.