![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
কল্পনা
~শাহাদত হোসেন
সাদা মেঘের ভেলা হয়ে আকাশ দেব পাড়ি,
সাত সমুদ্রুর পার হবো কলার ভেলা করি।
পাখিরা মোর সাথী হবে খোলা আকাশে,
মাছের বহর থাকবে আমার ভেলারও পাশে।
আসমানের ঐ দিগন্ত জোড়া বিস্তৃত নীল ঢেউ,
হাতছানি দেয় নীল সাগর, আস কাছে কেউ।
শূন্য আর সাগর মাঝে নীলের খেয়ায় বসে,
ভাসছি আমি কল্পোলকের দারুণও স্রোতে।
খুঁজলাম আমি আকাশ-পাতাল তন্ন তন্ন করে,
সাধ্য আমার যতটুকু, মানুষ যাহা পারে।
সাত আসমান পাড়ি দিলাম একটি আলোর খোঁজে,
জমিন হল ছিন্নভিন্ন নাইতো চোখ বুজে।
কল্পতরুর মহীরুহ হওয়ার বড় সাধ,
এরই মাঝে পেলাম নাকি আমার বাঁচার আশ।
কল্পোলকের কল্পিত এই ভাবের নগর গড়ি,
হেথায় মোরা পরম সুখের-ই সন্ধান করি।
বাস্তবেতে ফিরে দেখি আমার আমি হায়!
ধন্য মানব তুমিই সত্য তোমারই গান গাই।
২১/১১/১৩
আব্দুলপুর, নাটোর।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫
মোঃ শাহাদত হোসেন বলেছেন: ধন্যবাদ নক্ষত্রপথ ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
নক্ষত্রপথ বলেছেন:
সুন্দর তোমার হাতের লিখা, সুন্দর ছন্দ ভাই
এক নি:স্বাসে পড়ে নিলাম কবিতা খানা তাই।
http://bdnewseveryday.com/