নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

apacer

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

মোঃ শাহাদত হোসেন

আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।

মোঃ শাহাদত হোসেন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭

শিক্ষা

||শাহাদত হোসেন||



জীবন আমার কয়েক দিনের

সময় অতি স্বল্প

শিখতে হবে নানান কিছুু

করে অল্প অল্প।



শিক্ষা আমার শুরু হলো

পরিবারের ছোঁয়ায়

আদব কায়দার অনেক কিছু

এখান থেকে পায়।



প্রথাগত শিক্ষা জীবন

একটি ছকে বাঁধা

মুক্ত স্বাধীন চিন্তা করার

নানান রকম বাঁধা।



একঘেয়ামি পাঠ এখানে

বছর শেষে পরীক্ষা,

খুবই বিরস প্রাণহীন

এ ধরণের শিক্ষা।



মনটা আমার অচিন পাখি

ঘুরবে বনে বনে,

মনি মুক্তা যেখানে যা পাই

কুড়িয়ে সে যে আনে।



খাঁচার পাখি বলে শুধু

শেখানো সেই বাণী,

তা দিয়ে মন ভরে না

কাজটা চলে জানি।



ছড়াতে হবে মনের যত

আছে ডালপালা,

হাজার রকম গল্প ধাঁধাঁ

হীরে মাণিক জ্বালা।



মনের বিকাশ তবেই মানুষ

আমি তুমি আমরা,

শুষ্ক মরুর বুকে জাগে

পানির ফোয়ারা।



কল্পনারই রাজ্য বড়

চিন্তাশক্তি দিলে,

করব দখল বিশ্ব সকল

এই দুইয়ে মিলে।



গৃহ আমার হতেই হবে

দেহের চেয়ে বড়,

আমার মনের উড়াল সীমা

আকাশ ধর ধর।



সৃষ্টি হবে খুলবে দুয়ার

নতুন নতুনের,

আমরা হব সেরা জাতি

আশা সেইদিনের।



০১ নভেম্বর,  ২০১৩

আব্দুলপুর,  লালপুর,  নাটোর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

এম এ কাশেম বলেছেন: সুন্দর ,

অনেক শুভেচ্ছা কবি।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মোঃ শাহাদত হোসেন বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রেরণাদীপ্ত মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.