![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
আমি ও দেশ
||শাহাদত হোসেন||
ভালোবাসি আমি শুধু
আমার আমিকে,
এই আমিটিই জন্ম নিল
সোনার দেশেতে।
সবুজ ঘেরা দিগন্ত আর
সোনার মতো মাটি,
অতি সরল মানুষগুলো
বেজায় রকম খাঁটি।
ধর্ম, ভাষা সংস্কৃতির
অপূর্ব এক মিল,
বিনি সুতোয় গাঁথা মালা
ভালোবাসার ঝিল।
সোনা মাটি, সোনা মানুষ
মাটি মানুষ মিলে
সোনার এ দেশ গড়বো মোরা
সবাই তিলে তিলে।
১৬ কোটি এই মানবের
দেহ কলেবরে
লাগলে আঘাত কোন ভাইয়ের
কষ্ট সকলেরে।
আমার আমিই মিলে যদি
সকল আমি হয়
বিমূর্ত এই দেশটা তখন
একটি দেহ পায়।
আমি যদি করি আমার
সঠিক আপন কাজ
এবার তবে সামনে চলা
রুখবে কেরে আজ।
আসবে আঘাত আমার দেহে
এ আর নতুন কিছু
সকল আমিই ছিলাম, থাকবো
রুখবরে সবকিছু।
ভাবছি বসে স্বপ্ন লিডার
আসবে বুঝি এখন
আমিই লিডার আমিই করবো
আমার স্বপ্ন পূরণ।
কাটবে আঁধার উঠবে রবি
আলো ঝলমল চারদিক
একাত্মায় একাত্ম হয়ে
মিলাবো দিক্বিদিক।
১১ ডিসেম্বর ২০১৩
মুক্তারপুর, সারদা, রাজশাহী
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
মোঃ শাহাদত হোসেন বলেছেন: ধন্যবাদ বেলা শেষে।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
বেলা শেষে বলেছেন: ভালো কবিতা।
Salam