নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

apacer

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

মোঃ শাহাদত হোসেন

আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।

মোঃ শাহাদত হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাছধরা

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মাছধরা

||শাহাদত হোসেন||



রেল লাইনের পাশের ডোবায়

সেদিন সকাল বেলা

নিজোল জলে শেওলা কাঁদায়

মাছেরা করছে খেলা।

দেখে- এ প্রাণ করে আনচান

মনে মনে জাগে সুখ

মাছের দলের সমুখে টান

আনন্দে ভাসায় বুক।

ডানকানা টাকি চ্যাং আর পুটি

জিওল মাগুর শোল

খলসের দল খেলে লুটোপুটি

কই দেখে চোখ গোল।

গামছা জড়ায়ে নেমে পড়ে যত

দুষ্টু ছেলের দল

জল সেঁচে যত লাফালাফি তত

কমছে মাছের বল।

খাঁচায় বন্দী সোনালী প্রহর

আনন্দ মাছের খুব

লাফ দিয়ে পড়ে বাঁধাল উপর

কোনটি কাঁদায় ডুব।

কাঁদার পোশাক শরীরে জড়ায়ে

অপূর্ব কাঁদার ঘ্রাণ

ধরে যত মাছ কাঁদা সরায়ে

নেচে উঠে মনপ্রাণ।

টাকি মাছ যদি কাঁদা ভেদ করি

আকাশ দেখার চায়

তোমার পেছনে কই মাছ ওই

সহসা ধরতে যায়।

হাতের ফাঁকে জিওল মাগুরে

কাঁটা যদি দেয় হানি

কাটার ব্যথা যায় যে হেরে

চঞ্চল মন খানি।

সারাদিনের খেলা শেষে

খলই ভর্তি মাছ

হাজির হলো বিজয়ীর বেশে

আপন বাড়ির পাছ।



০৫ ডিসেম্বর, ২০১৩

মোক্তারপুর, সারদা,রাজশাহী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.