![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
বিশ্বাস
|| শাহাদত হোসেন||
বকুল তলায় শুয়ে আছে আমার বিশ্বাস
তোমায় কাছে পাব বলে
কেঁদে ভাসায় নয়ন জলে
দিলাম তুলে শুষ্ক বুকের তপ্ত নিঃশাস।
তোমার চরণধুলা আমার পথের পাথেয়
আমি শুধু ভেবেই আকুল
তোমার সেবায় মন যে ব্যাকুল
মাথাঠুকি দরবারেতে পার করে নিও।
ভক্তকূলের আসর বসে রাতে বুধবার
মোরগ পোলাও পেটে গেলে
তামাক পাতায় জিকির তুলে
বাবা যদি খুশি থাকে ঠেকায় কে আর।
সকল আশাপুরা বাবা ঘুমায় যত্নে
চাকরি তোমার লাগবে, বলো
নজরানা দিলেয় হলো
পার যে হবে পুলসিরাত অতি সযত্নে।
বকুল তলায় শুয়ে আছে আমার বিশ্বাস
দিলাম তুলে শুষ্ক বুকের শেষের নিঃশাস।
৩০ নভেম্বর, ২০১৩
আব্দুলপুর, লালপুর, নাটোর।
©somewhere in net ltd.