নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

apacer

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

মোঃ শাহাদত হোসেন

আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।

মোঃ শাহাদত হোসেন › বিস্তারিত পোস্টঃ

অবরোধ

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

অবরোধ

|| শাহাদত হোসেন ||



তুমি কি খেয়েছ মানুষের রোস্ট?

ঝলসানো স্পাইসি পা, ঘিলুভর্তি মাথার খুলি!

হায়েনারা আজ তোমাকে খাওয়াবে বলে,

তৈরি করছে স্পেশাল রেসিপি!

থরে থরে সাজানো আছে হাসপাতালের বার্ণ ইউনিট।

অবরোধ; পেট্রোল বোমায় রান্না করা মাংশ, নরখাদকেরা উল্লাশে মত্ত।

অবরোধ; আগুন জ্বলছে, পুড়ছে অর্থনীতি,  মানুষের ভাগ্য।

তুমি তাকিয়ে দেখ, ঝলসানো তোমার দেহ।

তুমি উল্লাস করো!

তোমার ছেলেরা আজ লড়াইয়ে নেমেছে,

ভাইয়ের বুকে গুলি চালাবার, লাশের মিছিল।

আজ মৃত্যু তোমাকে কাঁদায় না

অনুভুতি ভোতা হয়ে গেছে।

তুমি কি খেয়েছ তোমার সন্তানের রোস্ট?

তোমাকে উপহার দেব বিরানভূমি

তোমার উপরে খেলা করবে দানবেরা!

মা, তুমি তো এমন ছিলে না?

অন্যায়ের প্রতিবাদে তোমার মত সোচ্চার আর কে আছে?

অবরোধ; তবে মা তোমার লাশের রাজনীতি বন্ধ কর।

আমি রোস্ট হতে চাই না

আমি মানুষ, বাঁচতে চাই রক্তাক্ত প্রান্তরে নয়

সবুজের সমারোহে।



০৩ ডিসেম্বর, ২০১৩

মোক্তারপুর,  সারদা, রাজশাহী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.