![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
নারী
||শাহাদত হোসেন||
নারী তুমি কি কবির কল্পনা?
নাকি স্রষ্টার হাতে গড়া
সুন্দরের স্নিগ্ধ নমুনা। ।
নারী তুমি সৃষ্টির বিস্ময়!
তোমার ভালবাসায়
আমি আজ প্রেমময়। ।
নারী উদাস বাতাস খেলা করে
সাগরের ঢেউ আছড়ে পড়ে
খোলা চুলে
যখন তুমি
হেঁটে বেড়াও
আমার ভূমি
হাছনাহেনার সুবাশ ছড়াও
আকাশ বাতাস,
তোমার চুলের গন্ধে মাতাও
আমার নীলাকাশ।।
নারী তাকাও যদি চোখের পানে
দুই শরীরে জোয়ার আনে
পাপড়ি তোমার
কথা কয়
দ্যুতি ছড়ায়
বিশ্বময়
তারই অতল গহীন বনে
পথিক হারায় পথ,
ছুটছে সবাই কিসের টানে
পুরতে মনোরথ।।
নারী বাঁকা চাদের মধুর হাসি
তোমার ঠোঁটে উঠলে ভাসি
ফুল ফোটে
পাখি গায়
নাচন উঠে
জগতময়
কথা বলে তারা শশী
আমরা তোমায় চায়,
হাসির স্রোতে ভেসে গেল
কত জীবন ভাই!
নারী লুকিয়ে রাখো মাণিক রতন
বুকের মাঝে করে যতন
গোলাপ কলির
ফুটতে থাকা
এরই মাঝে
স্বার্থকতা
যখন ভাবি তুলবো বনের
দুটি গোলাপ ফুল,
আমার আমি নেই যেন আর
সব কিছু হয় ভুল।।
নারী নিরাভরণ কানের লতি
লাউএর ডগা স্বরূপ গতি
মিষ্টি মধু
গড়ে পড়ে
রসের টানে
পিঁপড়া মরে
কাঁপে সকল তারা'রাজি
সোহাগ করি যতো,
আমায় তুমি ভাসিয়ে নাও
অসীম সুখের মতো।।
নারী তোমার ভরাট নাভির মূলে
কী এক গভীর খেলা চলে
মৃত্যু যেন
ডাকে আমায়
বশীভূত
দু'পা বাড়ায়
হারিয়ে যায় ব্লাক হোলে
উন্মাদনায়,
পায়না খুঁজে অতলে তল
ত্রিসীমানায়।।
নারী সৃষ্টি করো মানব তুমি
তোমার এ দান অনেক দামি
জ্বলে উঠো
স্বাদ পেতে চাও
ধরতে বাহু
দুহাত বাড়াও
স্নিগ্ধ কোমল পুণ্যভূমি
বড়ই উর্বর,
চাষে তুমি হও উজালা
আমার নির্ঝর।।
নারী সাড়ে তিন হাত দেহের মাঝে
অপরূপ কাজ খাঁজে খাঁজে
ধারণ করো
নাচাও তুমি
উতলা করো
বিশ্বভূমি
কী এক গভীর কারুকাজ
সারা অঙ্গে
রহস্যটাই তোমার সাজ
নানান ঢঙ্গে।
০৯ ডিসেম্বর ২০১৩
আব্দুলপুর, লালপুর, নাটোর
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২
মোঃ শাহাদত হোসেন বলেছেন: ধন্যবাদ বাক স্বাধীনতা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৯
বাক স্বাধীনতা বলেছেন: অ।