![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
ছায়া
||শাহাদত হোসেন ||
ছায়া
তুমিই আমার আপন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
আমার সাথে নিত্য চলা
হাসা কাঁদা কথা বলা
আমার সারা দেহের মাঝে
তোমার আবাসন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
বন্ধু বলো ভাই বলো
প্রিয় বলো প্রিয়ায় বলো
কেউ আমায় ভালবাসেনা
তোমার-ই মতন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
আমার মাঝে তোমার বিকাশ
আমার বাণী তোমার প্রকাশ
আমায় দিয়ে তোমায় গড়ি
অতি সযতন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
আমার শক্তি আমার বল
আমার সাথে চলাচল
তোমাই আমি সেরা সাজাই
মনেরও মতন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
আমার যেদিন মরণ হবে
আমার সাথে তুমিও যাবে
সাঙ্গ হবে তোমার খেলা
আমার মাণিক ধন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
তুমি আমার সত্য সখা
মহাকালের পুরাণ লেখা
মিথ্যা হবে বিশ্বজগত
থাকবোনা যখন
তুমি আমার পাশে থাকো
ছায়ার-ই মতন।।
১১ ডিসেম্বর ২০১৩
মুক্তারপুর, সারদা, রাজশাহী।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১
মোঃ শাহাদত হোসেন বলেছেন: আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।