![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
অব্যক্ত বেদনা-৪
~~শাহাদত হোসেন~~
অরুণোদয়ের রাঙা বীর;
প্রদৃপ্ত রবির শপথ
তোমাকে পাড়ি দিতে হবে না
হিমালয়
স্নান তোমায় করতে হবে না
রক্তগঙ্গায়
দেশ কলঙ্কমুক্ত হচ্ছে!
তোমরা দারিদ্র্য মুক্ত করো
দেশ রাজাকার মুক্ত হচ্ছে!
তোমরা আলোর মশাল জ্বালাও
জাতির রক্ত হতে বের করো
দুর্ণীতির কালো বিষ
পবিত্র লাল রং প্রবেশ করাও।।
স্বপ্ন অবয়ব চায়।।
১২ ডিসেম্বর ২০১৩
মুক্তারপুর, সারদা, রাজশাহী।
©somewhere in net ltd.