![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই আমার চার পাশের সব ধরেনর মানুষের সাথে মিশে থাকতে তাদের মনের মত করে।
.
.
.
.
জীবনের প্রতিটি ক্ষণ আকাশের মত। কখনও সাত রঙের রঙধনু দিয়ে আনন্দ দেয়। কখনও নীল রঙ ধারন করে নিজের বিশালতা দেখায়। কখও কালো মেঘ নিয়ে এসে নিজের কষ্টগুলো বৃষ্টি দিয়ে প্রকাশ করে। আমার প্রতিটি ক্ষণ আকাশের মত আমাকে প্রকাশ করায়। আমি একজনকে অনেক অনেক বেশি ভালবাসতাম। তবে এখনও বাসি কিনা জানি না। আমার স্বপ্নে থাকা ২০১৩ সালে নীল এর ১০ম জন্মবার্ষিকী। নীল কে? নীল আমার একসময়ের ভালবাসা। তার ৬টা জন্ম বার্ষিকী তার সাথেই কাটালাম অনেক আনন্দের সাথে। ৭-৯ জন্মবার্ষিকি কাটালাম একা একা। তাকে WISH করলাম। কিন্তু আমার WISH সে পায়নাই। ১০ম বার্ষিকীর মাসটি নিজেকে অনেক অনেক ব্যস্ততার মাঝে রাখলাম এবং ঐ দিনটি তাকে মনে না করে কাটালাম। কিন্তু ৫দিন পর হঠাৎ তাকে স্বপ্নে দেখলাম। জন্মদিনে তাকে কেন WISH করলামনা সেই জন্য আমার সাথে অনেক অনেক রাগ করল। আগে যখন আমার সাথে রাগ করত তখন আমি শুধু হাসতাম। স্বপ্নে তার বিপরীত হয় নাই। আমি তার রাগ করা দেখে হাসলাম। অনেক অনেক হাসলাম। মনে হচ্ছে অনেকদিন পর মন খুলে হাসলাম। স্বপ্ন ভাঙ্গার পর হল তার বিপরীত। ঘুম থেকে উঠে অনেক কাঁদলাম। অনেক। সারাদিন চোখের কোণে জল টিপ টিপ করছে। কিন্তু কেন কাঁদলাম নিজেকে এই প্রশ্ন করে কোন উত্তর পাইনাই। নীলকে পাওয়ার কোন আশাই আমার নাই। কিন্তু তাকে কেন এত এত এত বেশি MISS করি জানি না।
©somewhere in net ltd.