নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রশ্নটা ছিল খুবই স্বাভাবিক

অজয় পোদ্দার

অবিশ্বাসী

অজয় পোদ্দার › বিস্তারিত পোস্টঃ

বিম্পি আবারও মাইংকার চিপায়

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

আন্দোলন এবার হেফাজতের, শুরুটা যদিও জামায়েত দিয়ে, রাজাকার বাচাঁনোর উদ্দেশ্যে জামায়েত যখন মাথা নাড়া দিয়ে উঠল, বিম্পি তখন তাদের লেজ ধরল, কয়টা দিন ভালই কাটাল, জামায়েত বাদে আন্দোলনের কোন পথ না পেয়ে জমাতের পথেই ছুটছিল, আন্দোলনের উদ্দেশ্য যদিও অন্যটা ছিল, কিন্তু নিরুপায় বিম্পি জামায়েত এর সাথে গলা ফাঁটাল, জামায়েত এবার থামল, কিন্তু বিম্পির মনে হল তাদের সঠিক উদ্দেশ্যের কথা, যা কিনা জামায়েত সাথে তাল মিলাতে গিয়ে ভুলেই গিয়েছিল, নিজেদের আন্দোলনের ডাক শুরু, কথা নেই বার্তা নেই হরতাল, এ ভাবেই কাঁটাল কয়টা দিন। ৮, ৯ তারিখ হরতাল চেয়েছিল, হঁঠাৎ গর্জে উঠল হেফাজত, বিম্পি পেল নতুন সঙ্গী, তাল মেলাল হেফাজতের সাথে, আবারও ভুলতে বসেছে নিজেদের উদ্দেশ্য, এবার লাগাতার হরতাল এর ডাক শুনা যাচ্ছে হেফাজতের মুখে, কিন্তু বিম্পির ৮, ৯ তারিখ এর হরতাল?? ?? না, বিম্পি এবার হেফাজত এর পথেই ছুঁটবে, ৮, ৯ হরতাল হবে, কিন্তু বিম্পির নয় হেফাজতের, বিম্পির নৈতিক সমর্থন থাকবে। হায়রে বিম্পি.....আবারও মাইংকার চিপায়..।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.