নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

শেষ দেখা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শেষ দেখা
.............................কৃষ্ণ
চোখের জলের স্রোতো,
আজ মৌন লজ্জারত,
অদৃশ্য অশ্রাব্য নেত্রবারি
বিভাজনের উত্তর খুজে মরি।

কোন এক তরুন দিনে,
এসেছিলে তুমি বসন্ত নিয়ে।
আমি চেয়ে থাকতাম তোমার,
ঐ কলসির পথ পানে,
যেথায় মন আজ আমায় টানে।

চার দশকের কাছে থাকা,
তোমার থেকে পাওয়া ভালোবাসা,
কেনো করে দিলে আজ একা।
------------------------------
মৃত্যু পারেনা করতে বিভাজন,
তুমি আর আমি, আমি আর তুমি,
এক থাকব চির জীবনভর।
( কবিতাটা এক ব্যক্তির জীবন সঙ্গীর মৃত্যুর পর তার মনের অনুভূতির সংক্ষিপ্ত বর্ননা)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ভাবুক কবি বলেছেন:
অদৃশ্য অশ্রাব্য নেত্রবারি
বিভাজনের উত্তর খুজে মরি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

অবনি মণি বলেছেন: কোন এক তরুন দিনে,
এসেছিলে তুমি বসন্ত নিয়ে।
আমি চেয়ে থাকতাম তোমার,
ঐ কলসির পথ পানে,
যেথায় মন আজ আমায় টানে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.